১৫ সেপ্টেম্বর ইডেন গার্ডেনে আবারও অধিনায়কত্ব করতে দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে, জেনে নিন কে পাবেন দলে সুযোগ

ভারতের ৭৫ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক স্মৃতি বিজড়িত অধ্যায়ের সৃষ্টি করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য একটি বিশাল প্রাপ্তি প্রদর্শন করতে চলেছেন বিসিসিআই। স্বাধীনতা দিবসের স্মৃতিতে…

Avatar

ভারতের ৭৫ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক স্মৃতি বিজড়িত অধ্যায়ের সৃষ্টি করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য একটি বিশাল প্রাপ্তি প্রদর্শন করতে চলেছেন বিসিসিআই। স্বাধীনতা দিবসের স্মৃতিতে ইডেন গার্ডেন্স ফের একবার আলোকসজ্জায় সজ্জিত হতে চলেছে। হ্যাঁ, স্বাধীনতার এই পুণ্য লগ্নকে আরও মোহিত করতে এবার ভারতের মাটিতে ‘লেজেন্ড লীগের ‘ আয়োজন করতে চলেছে বিসিসিআই। যেখানে বিশ্বের প্রাক্তন ক্রিকেটারদের ২২ গজে ফের একবার লড়াই করতে দেখবে ক্রিকেটপ্রেমীরা।

লেজেন্ডস লিগ ক্রিকেটের কমিশনার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেন, “স্বাধীনতার ৭৫ বছর পালন করছি আমরা। এটা খুবই গর্বের জায়গা। ভারতীয় হিসাবে আমার কাছে এটা খুবই আনন্দের যে, এ বারের লিগ আমরা স্বাধীনতার ৭৫তম বছরের উদ্‌যাপনে উৎসর্গ করছি।”

ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে সৌরভ গাঙ্গুলীকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। আগামী ১৫ সেপ্টেম্বর ওয়ার্ল্ড জায়েন্টসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামছে সৌরভের ইন্ডিয়া মহারাজাস। ১৬ তারিখ লিগের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন ওয়ার্ল্ড জায়েন্টসের বিরুদ্ধে ২২ গজের লড়াইয়ে নামবে ইন্ডিয়া মহারাজাস। ফ্র্যাঞ্চাইজি ফর্ম্যাটে লেজেন্ডস লিগ ক্রিকেটে চারটি দল প্রতিযোগিতা করবে। যারা সর্বমোট এই মরশুমে ১৫ টি ম্যাচ খেলবে।

ইন্ডিয়া মহারাজাস: সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), বীরেন্দ্র শেওয়াগ, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল (উইকেট রক্ষক), এস শ্রীসন্ত, হরভজন সিং, নমন ওঝা, অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং এবং যোগিন্দর শর্মা।

ওয়ার্ল্ড জায়েন্টস: ইয়ন মর্গ্যান (অধিনায়ক), লেন্ডন সিমনস, হার্সেল গিবস, জ্যাক ক্যালিস, সনৎ জয়সূর্য, ম্যাট প্রায়র, জন্টি রোডস, মুথাইয়া মুরলীধরন, ডেল স্টেইন, হ্যামিলটন মাসাকদজা, মাশরাফি মোকর্তাজা, আসগর আফগান, মিচেল জনসন, ব্রেট লি, কেভিন ও’ব্রায়েন এবং দীনেশ রামদিন।