Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ বাড়ি ফিরছেন না সৌরভ, দেখা করবেন না অনুগামীদের সাথেও 

Updated :  Wednesday, January 6, 2021 2:33 PM

জানা গিয়েছিল আজ বাড়ি যাবেন মহারাজ। ভক্তের ঢল নেমেছিল উডল্যান্ডস চত্বরে। কিন্তু মহারাজ নিজে সিদ্ধান্ত নিলেন যে তিনি আজ ফিরবেন না বাড়ি, তিনি ফিরবেন কাল। হাসপাতাল সূত্র হতে জানা গিয়েছে যে। মহারাজের আর্জি মেনেই আরও একদিন তাকে পর্যবেক্ষণেই রাখা হবে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত চারদিন ধরে শরীরের ওপর যে ধকল গিয়েছে তার পরে একটি বিশ্রাম নিতে চাইছেন মহারাজ। শরীরের ওপর প্রভাব পড়েছে ওষুধ এবং ইনজেকশনের। ফলে বিশ্রাম চাইছেন গাঙ্গুলি(Sourav Ganguly)। গতকাল সারারাত ভালো ঘুম হলেও আরও বিশ্রাম চাইছেন সৌরভ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে আজ সারা দিন কোনও ভিজিটরের সাথে সাক্ষাত করবেন না সৌরভ। তার ঘরে আজ যেতে দেওয়া হবে না কাউকে। হাসপাতাল সূত্র থেকে আরও জানা গিয়েছে যে, মহারাজের থাইরয়েড এবং কোলেস্টরেলও সামান্য বেশি। পর্যবেক্ষণ করা হবে সেই সবই।

তবে সব মিলিয়ে মহারাজ এখন অনেকটাই আছেন সুস্থ। রাতে ঘুম ভাল হয়েছে তার। ঘরোয়া খাওয়া দাওয়াও করেছেন তিনি। এইদিন সকালে তার ডিসচার্জ সার্টিফিকেট তৈরি ছিল। কিন্তু মহারাজের ব্যক্তিগত ইচ্ছেতেই শেষ মুহূর্তে আজ ঘরে ফেরা বাতিল হয়ে যায়। এই দিন মহারাজকে একদিন চোখের দেখা দেখতে দূর থেকে ছুটে আসছেন ভক্তরা। কেউ আসছেন পদাতিক ধরে। কিন্তু আজ কারো সাথেই দেখা করবেন না সৌরভ, সেই কারণে অনেকেই হতাশ। তবে সবাই কামনা করছেন মহারাজের সুস্থতা।

তিন সপ্তাহ পরে তাঁর অন্য দুটি ধমনীতে স্টেন্ট বসানো হবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। আপাতত সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘরোয়া ডায়েটেই থাকতে হবে। খাদ্যতালিকা থেকে বাদ পড়ছে দুধজাতীয় খাবার। কোলেস্টরেল বাড়তে পারে এমন কিছুই খেতে পারবেন না মহারাজ। রেড মিট, বিরিয়ানি আপাতত বন্ধ থাকবে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর থাইরয়েড জনিত সমস্যাও রয়েছে। সে দিকেও নজর রাখবেন চিকিৎসকরা। যদিও পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রমে তিনি সবই খেতে পারবেন।