ভারতীয় ক্রিকেটের দুই মহান ব্যক্তিত্ব সৌরভ গাঙ্গুলি এবং রাহুল দ্রাবিড় মুম্বইতে বিসিসিআই সদর দফতরে একটি বৈঠক করবেন যেখানে নবনিযুক্ত বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পরিচালক রাহুল দ্রাবিড়ের সাথে বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা করার খবর শোনা যাচ্ছে। জানা গেছে খেলোয়াড়দের চোট সংক্রান্ত ব্যাপারকে এই আলোচনায় অগ্রাধিকার দেওয়া হবে।
শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড় তাদের বিরুদ্ধে ওঠা স্বার্থের সংঘাতের বিষয়েও আলোচনা করতে পারেন। তাঁরা দুজনেই পেশাগত জীবনে এ সমস্যার মুখোমুখি হয়েছেন এবং এর ফলে তাদের প্রচুর ভোগান্তিতে পড়তে হয়েছে। তাই এই বিষয়টিও তাদের আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : বুমরাহকে ম্যাচে না নামার ‘আদেশ’ দিলেন সৌরভ গাঙ্গুলি
অন্যান্য আলোচনার বিষয়গুলির মধ্যে হ’ল একটি ক্রিকেট অ্যাডিভাইসরি কমিটি (সিএসি) গঠন করা, যা ভারতের সিনিয়র সিলেকশন কমিটি বাছাই করার জন্য দায়বদ্ধ থাকবে। বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। তাই এখন সম্ভবত দুই জন সদস্যের কমিটি গঠনের কথা ভাবা হচ্ছে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside