লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে একই সাথে ক্রিকেট জীবন শুরু করেছিলেন সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়। “দ্য ওয়াল” খ্যাত দ্রাবিড় এই মুহূর্তে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমি বা এনসিএ এর প্রধান।
কয়েক বছর ধরেই এনসিএ কে ভারতীয় ক্রিকেটের সাপ্লাই লাইন বলা হচ্ছে। খেলোয়াড়দের ট্রেনিং, ফিটনেস এবং রিহ্যাবিলিটেশন এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যগুলি করে থাকে এনসিএ। গত জুলাইয়ে রাহুল দ্রাবিড় এনসিএ এর প্রধান হন। অর্থাৎ সৌরভ এবং দ্রাবিড় দুজনেই এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পদে রয়েছেন। এই জুটি ক্রিকেট খেলার সময় যেমন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল সেরকমই ছাপ ভারতীয় ক্রিকেটে ফেলবে বলে মনে করেন ভিভিএস লক্ষ্মণ এবং বর্তমান ভারতীয় কোচ রবি শাস্ত্রীর মতো প্রাক্তন খেলোয়াড়েরা।
গতকাল সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে সৌরভ গঙ্গোপাধ্যায় জানায় “আমি ৩০ তারিখ ব্যাঙ্গালোর যাচ্ছি, এনসিএ তে দ্রাবিড়ের সঙ্গে কথা বলব”। জানা যাচ্ছে আগামীকালের মিটিংয়ে এনসিএ এর সিও তরুণ ঘোষ এবং বিসিসিআই এর নবনির্বাচিত সদস্যরাও উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও সৌরভ এবং দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। দ্রাবিড় ছিলেন ভারতীয়-এ ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ এবং সৌরভ ছিলেন বিসিসিআই এর টেকনিক্যাল কমিটির সদস্য।