এই বছরের আইপিএলে ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। যার মধ্যে দুটিতেই হারের মুখ দেখতে হয়েছে তাদের। এবার আইপিএল এ চেনা ছন্দে দেখা যাচ্ছেনা চেন্নাই সুপার কিংসকে। বিশেষ করে ছন্দ হারিয়ে ফেলেছেন তাদের সবচেয়ে পুরানো যোদ্ধা, চেন্নাইয়ের দত্তক নেওয়া সন্তান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই তিন ম্যাচে এমন অনেক পরিস্থিতি এসেছে যেখান থেকে আগে অনেকবার ম্যাচ জিতিয়েছেন ক্যাপ্টেন কুল। কিন্তু এই মরসুমে তিনি তা করতে বার্থ হয়েছেন। দায়িত্ব এড়াতে ব্যাটিং অর্ডারে নীচের দিকে নেমেছেন। এই নিয়ে অনেক সমালোচনাও শুরু হয়েছে।
চেন্নাইয়ের ফ্যান শুরু থেকে শুরু করে অনেক প্রাক্তন ক্রিকেটার সকলেই ধোনির পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেছেন।এবার ধোনির এই পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ মনে করেন দীর্ঘদিন খেলার বাইরে থাকার পর হঠাৎ করে ক্রিকেটে ফিরে ছন্দে আসতে ওর সময় লাগবে। এক সাক্ষাৎকারে মহারাজ জানান “দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর মাঠে ফিরেই ভালো পারফরম্যান্স করা কোন ক্রিকেটারের পক্ষে সম্ভব নয়। তেমনই ধোনি প্রায় দেড় বছর পর মাঠে ফিরেছেন এখনই ধোনির পক্ষে নিজের সেরা ছন্দে ফেরা খুব একটা সহজ হবে না। আর কয়েকটা ম্যাচ গেলে ও নিশ্চয়ই ছন্দে ফিরবে।”
উল্লেখ্য ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার ভারতের জার্সি গায়ে খেলেছিলেন মাহি। তারপর তিনি ক্রিকেট থেকে নিজেকে দুরে সরিয়ে নেন। এই বছর ১৫ই আগস্ট একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের কথা জানান ধোনি। তারপর এইবারের আইপিএল এই প্রথমবার মাঠে নামেন তিনি। মাঝখানে আর কোনো ম্যাচ খেলেননি প্রাক্তন ভারত অধিনায়ক। যাইহোক, চেন্নাই সমর্থকরা চাইছেন যে দ্রুত ছন্দে ফিরে আসুক তাদের প্রিয় ‘থালা’। যত তাড়াতাড়ি তিনি ছন্দে ফিরবেন ততই তাড়াতাড়ি জয়ের রাস্তায় ফিরবে চেন্নাই সুপার কিংস।