তড়িৎ ঘোষ : ৩৯ তম ভারতীয় বোর্ড সভাপতি হিসেবে নির্বাচিত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন শুনে আর কেউ ঐ পদের জন্য মনোনয়নপত্র জমা দেননি।
আজ ২৩শে অক্টোবর সভাপতি নির্বাচিত হওয়া পর তিনি যে ব্লেজার জ্যাকেটটি পরেন ওটাই তিনি ক্যাপ্টেন হওয়ার পর পরেন। তিনি বলেন “ক্যাপ্টেন হওয়ার পর এই ব্লেজার টি পরেছিলাম এবং এখন দেখছি এটা অনেক ঢিলে”। এই কথার মাধ্যমে আক্ষরিক ভাবে তিনি বোঝাতে চাইলেন যখন ক্যাপ্টেন হয়েছিলাম তখনের থেকে এখনের এই কাজ অনেক সহজ। এরপর তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন।
ধোনি প্রসঙ্গে তিনি জানান “ধোনি একজন চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় না”।
কোহলি প্রসঙ্গে তিনি বলেন “আমি কালকেই তার সঙ্গে কথা বলবো, কোহলি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। কোহলি ভারতীয় ক্রিকেটকে অন্যতম উচ্চতায় নিয়ে গেছে।”
এছাড়াও ঘরোয়া ক্রিকেট, স্বার্থ সংঘাত, বাংলাদেশ সিরিজ ইত্যাদি বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের তিনি উত্তর দেন। প্রসঙ্গত প্রায় তিন বছর (৩৩ মাস) পর ভারতীয় বোর্ডে নির্বাচন হলো। এই তিন বছর সুপ্রিম কোর্ট নিযুক্ত সদস্যরা বোর্ড পরিচালনা করছিলেন।