ক্রিকেটখেলা

বিশ্বের সেরা তিনটি দল নিয়ে ‘সুপার সিরিজ’ আয়োজন করতে চান সৌরভ

Advertisement

এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষস্থানে থাকা দলগুলোর নাম বলতে গেলে প্রথমেই আসে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নাম। এইসব সেরা দলগুলোকে একসাথে এক সিরিজে খেলতে দেখা যায় কেবলমাত্র আইসিসি ইভেন্টে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ও ৫০ ওভারের ওয়ার্ল্ড কাপ এ।

যদি বার্ষিক ভিত্তিতে এই দলগুলিকে একটি সিরিজে খেলতে দেখা যায় তাহলে কেমন হবে? এই প্রক্রিয়াকেই বাস্তবে রূপ দিতে চান ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করেন সেরা দলগুলিকে একসাথে খেলতে দেখার থেকে বড় পাওনা একজন ক্রিকেটপ্রেমীর কাছে আর কিছু হতেই পারে না।

আরও পড়ুন : শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতীয় দলে এলেন বুমরাহ, বিশ্রামে রোহিত

একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ২০২১ সাল থেকে প্রতিবছর সেরা টিম গুলিকে নিয়ে “সুপার সিরিজ” আয়োজন করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এটির উদ্বোধনী সংস্করণটি ভারতের মাটিতেই করতে চান তিনি। ভারতে হলে অক্টোবর-নভেম্বর, ইংল্যান্ডে হলে সেপ্টেম্বর নতুবা অস্ট্রেলিয়াতে হলে অক্টোবর-নভেম্বর বা ফেব্রুয়ারি-মার্চ কে উপযুক্ত সময় হিসেবে মনে করেন তিনি।

সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটে যেমন আমূল পরিবর্তন আনতে চলেছেন তার পাশাপাশি বিশ্ব ক্রিকেটর আঙিনাতেও একাধিক পরিবর্তন আনতে চলেছেন। আগামী বছর অস্ট্রেলিয়া ভারত সফরে আসার সময় তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস এবং প্রধান নির্বাহী কেভিন রবার্টসের সাথেও বৈঠক করবেন বলে জানা যাচ্ছে।

Related Articles

Back to top button