Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হট ফিগার ধরে রাখতে এই খাবার খান জ্যাকলিন, ফাঁস করলেন শরীরচর্চার রহস্যও

Updated :  Saturday, February 13, 2021 8:36 AM

জ্যাকলিন ফার্নান্দেজ হল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। শুধুমাত্র তার অভিনয় নয় তার রূপের জনপ্রিয়তাও বিশাল। এত সুন্দর ফিগার সকলেই চায় তার থেকে কিছু টিপস নিতে। তারা এত সুন্দর ফিট এবং স্লিম ফিগারের রহস্য যখন নেট দুনিয়ার দর্শকদের কাছে প্রকাশিত হয় তখন নেটিজেনদের মধ্যে কৌতূহল আরো বেশি পরিমাণ বেড়ে যায়। এবার জ্যাকলিনের সিক্রেট এবং স্পেশাল ডায়েট আর অজানা রইল না দর্শকদের জন্য। জ্যাকলিন সকাল থেকে রাত অবধি কি খায় তা জেনে নেওয়া যাক।

সকালের নাস্তার আগে জ্যাকলিন এক গ্লাস জলে লেবু ও মধু মিশিয়ে খান। সকালের প্রাতঃরাশের জন্য সিদ্ধ ডিম, ফল এবং শাকসবজি ও গ্রিন টি থাকে।

দুপুরবেলা তিনি লাঞ্চ করে থাকে ব্রাউন রাইস ও সালাদ দিয়ে।

মাঝেমধ্যে তিনি সুশি এবং সেমন নামক মাছ খেয়ে থাকে।

তার সারাদিনের খাবারের মধ্যে দুবার গ্রিন টি অবশ্যই থাকবে।

এই ছিল তার সারাদিন খাবারের রুটিন এই রুটিন পালন করে অভিনেত্রী জ্যাকুলিন এর আজ এত সুন্দর ফিট অ্যান্ড ফাইন ফিগার।

শুধু ডায়েট নয় এর পরেও তিনি নিয়মিত করে থাকে শরীরচর্চা যা তাকে ফিট রাখতে সাহায্য করে। তার শরীর চর্চার রয়েছে বিভিন্ন রকম পদ্ধতি যেমন।

১) প্রথমেই তিনি সকাল সাতটায় ঘুম থেকে উঠে এবং লেগে পড়ে জটিল যোগব্যায়ামে।

২) মাঝেমধ্যে তিনি কার্ডিও এক্সেসাইজ করে থাকে যেটি তার শরীরে শক্তি বৃদ্ধি করতে সাহায্য কর।

৩) শুধু শরীর চর্চা নয় তিনি নাচ করে নিজেকে ফিট রাখে।

তাই এই সৌন্দর্যের রহস্য দর্শকদের কাছে প্রকাশিত হলে তারা খুব আনন্দ পায়। তার সিক্রেট ডায়েট এবং স্পেশাল টিপস এবারে দর্শকদের কাছেও অজানা রইল না। তারা চাইলে এই টিপস গুলো পালন করতে পারে অভিনেত্রী জ্যাকলিনের মত সৌন্দর্য এবং ফিগার পেতে।