Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

বেহালা পশ্চিম থেকে বিজেপির প্রার্থী টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী

Advertisement

একুশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই সময় বিজেপি ধাপে ধাপে তাদের পার্থী তালিকা প্রকাশ করছেন প্রথম ধাপে বিজেপি তাদের ৬০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। পরবর্তী ধাপে গত রবিবার বিজেপি আরো ৬৩ আসনে প্রার্থী দিয়েছে। এরপর আজ অর্থাৎ বৃহস্পতিবার আরো ১৪৮ আসনে প্রার্থীর নাম ঘোষনা করেছে গেরুয়া শিবির। দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী আজকের প্রার্থী তালিকা প্রকাশ করে। সেই প্রার্থী তালিকায় যে একাধিক চমক আছে তা বলার অপেক্ষা রাখে না।

আজকের প্রকাশিত প্রার্থী তালিকায় দেখা গেছে বেহালা পশ্চিম থেকে গেরুয়া সৈনিক হয়ে দাঁড়িয়েছেন অভিনেত্রী শ্রাবন্তি চট্টোপাধ্যায়। তবে বেহালা পূর্ব কেন্দ্র নিয়ে বারংবার বিভিন্ন বিতর্ক দেখা গিয়েছে। আসলে শোভন চ্যাটার্জীর পছন্দের কেন্দ্র ছিল এটি। কিন্তু তাকে এই কেন্দ্রে প্রার্থী না করায় সে দল থেকে ইস্তফা দিয়েছেন। তাই বিজেপি চেয়েছিল যে তাকে বেহালা পশ্চিমে প্রার্থী করবে। কিন্তু তাতেও রাজি হননি শোভন চ্যাটার্জি। তাই বিজেপি আর দরকষাকষি করতে চায় না তার সাথে।

শ্রাবন্তী চ্যাটার্জী এই কেন্দ্রের প্রার্থী হয়ে দাঁড়িয়ে তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায় এর বিরুদ্ধে নির্বাচনী লড়াই লড়বেন। টলিউড অভিনেত্রী যে তৃণমূল মহাসচিব এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই।

Related Articles

Back to top button