Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

স্বামী ও ছেলের ঘনিষ্ঠ চুম্বন, সোশ্যালে কটাক্ষের শিকার অভিনেত্রী শ্রাবন্তী

Updated :  Wednesday, May 6, 2020 9:48 AM

কৌশিক পোল্ল্যে: ঘনিষ্ঠ ভাবে দুই জোড়া ঠোঁট লেগে রয়েছে শ্রাবন্তীর গালে। তার স্বামী রোশন ও পুত্র অভিমুন্যর স্নেহচুম্বনে ভরানো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী, আর তার জেরেই কটাক্ষের শিকার হতে হল বাংলা টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম এই অভিনেত্রীকে। ব্যাপারখানা একটু খোলসা করেই বলা যাক।

লকডাউনে সম্ভবত পুরোনো একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন তিনি, যার ক্যাপশনে লেখা, “আমার পৃথিবী”। ছবিতে লাল আলোর মূর্চ্ছনায় শ্রাবন্তীর দুই গালে ঘনিষ্ঠভাবে ঠোঁট ডোবালেন স্বামী ও পুত্র। আর এতেই বাধ সাধলো নেটিজেনদের মনে। একের পর তির্যক মন্তব্যের ঝড় আসতে থাকে ছবি জুড়ে। যদিও বরাবরের মতোই এসবে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি শ্রাবন্তী।

 

View this post on Instagram

 

My world @abhimanyuchatterjeee @singhroshan399 ❤️❤️

A post shared by Srabanti singh (@srabanti.smile) on

সামান্য স্নেহচুম্বনকে ঘিরেও যে এতখানি ট্রোলড হতে হয় এক সেলিব্রিটিকে, তাহলেই ভাবুন সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের সহ ইউজার কারা! সত্যিই ভাববার সময় এসেছে। উল্লেখ্য রোশন সিং শ্রাবন্তীর তৃতীয় পক্ষের স্বামী যে কারনে ‘পৃথিবী’ শব্দের উল্লেখে ঘোর আপত্তি নেটিজেনদের, অন্যদিকে চুম্বনরত পুত্রকেও কটাক্ষ করে অশ্লীল মন্তব্য করে বসেন অনেকেই।

স্বামী ও ছেলের ঘনিষ্ঠ চুম্বন, সোশ্যালে কটাক্ষের শিকার অভিনেত্রী শ্রাবন্তী

একজন তারকা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ট্রোলড হওয়া খুবই সাধারন বিষয় হয়ে গিয়েছে। যদিও বহু সেলেবই এসব মন্তব্যে বিশেষ পাত্তা না দিয়ে এড়িয়ে চলাই শ্রেয় মনে করেন। সম্প্রতি সিনেমার কাজ থেকে খানিক বিরতি নিয়ে নতুন কিছু দর্শকদের উপহার দেওয়ার চেষ্টায় অভিনেত্রী। স্টার জলসায় সদ্য শুরু হওয়া রিয়্যালিটি শো ‘সুপারস্টার পরিবার’এ শ্রাবন্তীকে সঞ্চালিকার দায়িত্ব দেওয়া হয়েছে।