Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফেলুদার হাত ধরে ওয়েব প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন সৃজিত, কিন্তু ফেলুদার চরিত্রে কে?

Updated :  Wednesday, November 6, 2019 11:47 AM

কেয়া সেন : বাংলা সিনেপ্রেমীদের জন্য এবার ওয়েব সিরিজ নিয়ে আসতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। সিরিজ তৈরি হচ্ছে পরিচালকের অন্যতম পছন্দের চরিত্র ফেলুদা কে ঘিরে। ২০১৯, সালটা বেশ ভালোই যাচ্ছেন পরি চালকের। তাঁর ছবি “এক যে ছিল রাজা” ইতিমধ্যেই ঘরে এনেছে “জাতীয় পুরস্কার”। “গুমনামি” প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে, এমনকি রাজ্যপাল ও জানিয়েছিলেন তাঁর ভালোলাগার কথা। প্রঙ্গগত, “গুমনামি” রিলিজের মাত্র পাঁচ দিনের মাথায় ঘরে এনেছিল পাঁচ কোটি টাকা। যা টুইট করেছিলেন ছবির প্রযোজক।

সম্প্রতি পরমব্রত, রাইমা ও অন্যান্য তারকাদের সঙ্গে শেষ করেছেন “দ্বিতীয় পুরুষ”-এর শ্যুটিং। আর এখন ব্যস্ত পুজো রিলিজ “কাকাবাবুর প্রত্যাবর্তন” নিয়ে। এরই মাঝে পরিচালক প্রকাশ্যে আনলেন তাঁর আপকামিং প্রজেক্ট।

ফেলুদার হাত ধরে ওয়েব প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন সৃজিত, কিন্তু ফেলুদার চরিত্রে কে?

সিরিজের নাম – “ফেলুদা ফেরত”। “ছিন্নমস্তার অভিশাপ” ও “যত কান্ড কাঠমান্ডুতে” এই দুটি কাহিনি অবলম্বনে তৈরি হবে গোটা সিরিজ। প্রযোজকের আসনে রয়েছেন নিশপাল সিং ও রাজীব মেহেরা। ফেলুদার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে দ্বন্দ্ব থাকলেও, জটাউর চরিত্রে পর্দায় দেখা যাবে “একেনবাবু” খ্যাত অনির্বান চক্রবর্তীকে, জানিয়েছেন সৃজিত।