টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা অধিনায়ক লাসিথ মালিঙ্গা। ভারতীয় দলে তিনটি ও শ্রীলঙ্কা দলে দুটি পরিবর্তন হয়েছে। ভারত এই ম্যাচে শিবম, কুলদীপ এবং রিষভের জায়গায় যথাক্রমে মনীশ, চাহাল এবং স্যামসন কে খেলায়। প্রথমে ব্যাট করে অনবদ্য ব্যাটিং প্রদর্শন করে ভারত। নির্দিষ্ট কুড়ি ওভার শেষে ভারত ছ’উইকেটের বিনিময়ে ২০১ রান তুলে।
শ্রীলঙ্কা কে এই ম্যাচ জিততে ও সিরিজে সমতা ফেরাতে হলে ২০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে হবে। ভারতের ওপেনিং জুটিতে শিখর ধাওয়ান ও কে এল রাহুল ৯৭ রান যোগ করেন। দুই ওপেনারই অর্ধশতরান পূর্ণ করে প্যাভিলিয়নে ফেরেন। আজ ভারতীয় ব্যাটিং অর্ডারে অনেকগুলি পরিবর্তন দেখা যায়। তিনে ব্যাট করতে আসেন সঞ্জু স্যামসন, ৪ নম্বরে মনিশ পান্ডে, পাঁচে শ্রেয়স আইয়ার এবং তারপর ৬ নম্বরে ব্যাট করতে আসেন অধিনায়ক বিরাট কোহলি।
আরও পড়ুন : ৭৩ তম ম্যাচের পর ভারতীয় দলে সুযোগ সঞ্জু স্যামসনের
ভারতীয়দের মধ্যে রাহুল ৫৪, ধাওয়ান ৫২, মনিশ পান্ডে ৩১ এবং অধিনায়ক বিরাট কোহলি ২৬ রান করেন। শ্রীলংকার পক্ষে সান্দাকান তিনটি এবং হাসারাঙ্গা ও কুমারা একটি করে উইকেট নিয়েছেন। শক্তিশালী ভারতীয় বোলিং লাইন আপের বিরুদ্ধে শ্রীলঙ্কা এই বিশাল রানের লক্ষ্য সফলভাবে তাড়া করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।