একটানা প্রতিদিন কাজ করতে করতে সকলেই হাঁফিয়ে যান এবং সেই সময় প্রয়োজন হয় একটা ছুটির। ব্যাংক থেকে শুরু করে স্কুল কলেজ অফিস কাছারি সব জায়গাতেই সপ্তাহে একদিন বা দুদিন কিন্তু ছুটি থাকে। এই ছুটির দিনে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটিয়ে একটা ভালো রিফ্রেশমেন্ট খুজে নেন কর্মরত মানুষজন। সেই সময় অনেকে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। এবারে কিন্তু একসঙ্গে টানা বেশ কয়েকদিনের ছুটি পেতে চলেছেন রাজ্যবাসী।
জুন মাস শুরু হয় পাঁচ দিন কেটে গেছে এবং এর মধ্যেই ভোট গ্রহণ থেকে শুরু করে ভোটের ফল প্রকাশ সবকিছু হয়ে গিয়েছে। তার মধ্যে এবারে একটানা ৩ দিন ছুটির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। পরপর তিনদিন বন্ধ থাকছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস। জুন মাসে ১০ তারিখের পর থেকে তিন দিন পর্যন্ত থাকবে ছুটি। আপনাদের জানিয়ে রাখি জুন মাসের ১৭ তারিখ রয়েছে বকরি ঈদ। জাতীয় ছুটি উপলক্ষে সপ্তাহের প্রথম দিন সমস্ত স্কুল বন্ধ থাকবে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ছুটি পাবেন এই দিন। এর আগে দুদিন ১৫ এবং ১৬ জুন শনিবার এবং রবিবার হবার ফলে অনেকেই ছুটি পেয়ে যাবেন।
এমনিতেই মে মাসে দেশ জুড়ে বিভিন্ন উৎসবের কারণে ছিল ছুটির আবহ। তার পাশাপাশি ভোট যাবার কারণে বিভিন্ন জায়গাতে ছিল ছুটি। রাজ্যে প্রচন্ড দাবদাহের কারণে এবারে গরমের ছুটি কিছুটা এগিয়ে আনা হয়েছিল। ফলে স্কুলগুলিতে আগে গরমের ছুটি পড়ে যায় এবং অনেকেই ছুটি পেয়ে যান। সারাদেশে যে যে অঞ্চলে ভোট হয়েছে সেখানে ছুটি ছিল বেশ কয়েকদিন। ফলে মে থেকে জুন মাসে অনেকদিন ছুটি পেলেন সাধারণ কর্মীরা।














Kim Kardashian’s Sheer Lace Dress by the Sea Breaks the Internet — See the Viral Photos