Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘কেন্দ্র মামলার পথে হাঁটতে চাইলে, রাজ্য প্রস্তুত’, আলাপন ইস্যুতে হুঁশিয়ারি সৌগত রায়ের

Updated :  Sunday, May 30, 2021 10:02 PM

চলতি মাসের শেষার্ধে এসে গত শুক্রবার থেকে বঙ্গ রাজনীতিতে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে হঠাৎ করে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে নেওয়ার প্রসঙ্গ। তার হাতে মাত্র আর কয়েক ঘন্টা সময়। তার মধ্যেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে সিদ্ধান্ত নিতে হবে তিনি দিল্লি পাড়ি দেবেন কিনা। এমনকি এরমধ্যেই নবান্ন থেকে কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছে যে তারা এই মুহূর্তে রাজ্যের মুখ্যসচিবকে ছাড়তে পারবে না। আর এরফলেই রাজ্য কেন্দ্রের সংঘাত আরও চওড়া হয়েছে। এমন পটভূমিতে কেন্দ্রকে একহাত নিলেন দমদমের সাংসদ সৌগত রায়। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “কেন্দ্র সরকার যদি এই ইস্যুতে মামলার পথে হাঁটতে চায়, তাহলে রাজ্যও প্রস্তুত আছে।”

আসলে কিছুদিন আগেই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরির মেয়াদ তিন মাস বৃদ্ধি করা হয়েছিল। সেই অনুযায়ী তার চলতি মাসে দিল্লি যাওয়ার কথা নয়। কিন্তু হঠাৎই কেন্দ্র আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে দিল্লিতে যাওয়ার নির্দেশ দেয়। কেন্দ্র সরকারের এমন কাজ কোনভাবেই মেনে নেয়নি রাজ্য সরকার। নবান্ন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে তারা এখন আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে পারবেন না। তিনি বর্তমানে রাজ্যের করোনা ও ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন্দ্রকে তাদের নির্দেশ খারিজ করার অনুরোধ জানানো হলেও তারা কোনো প্রতুত্তর দেয়নি। কার্যত এই বিষয়ে জাতীয় রাজনীতি তোলপাড় হচ্ছে।

অনেকেই মনে করছেন কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রীর সাথে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ায় তার সাথে এমন ব্যবহার করছে কেন্দ্র। এই বিষয়ে সৌগত রায় গলায় সুর তুলে বলেছেন, “মুখ্যসচিবের কাজ মুখ্যমন্ত্রীর কথায় চলা। আর মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে ওই বৈঠক থেকে বেরিয়ে গিয়েছিলেন। এখানে মুখ্যসচিবকে টেনে আনা অন্যায় হচ্ছে।” এছাড়াও কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ডের কথা বলতে গিয়ে সৌগত রায় বলেছেন যে কেন্দ্র প্রতিহিংসামূলক আচরণ করছে।

অন্যদিকে আলাপন বন্দ্যোপাধ্যায় বদলি ইস্যুতে কেন্দ্রীয় গেরুয়া শিবির রাজ্য নেতাদের মুখে কুলুপ আঁটার নির্দেশ দিয়েছেন। দলীয় সূত্রে খবর অনুযায়ী বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে এই ইস্যুতে মুখ্যমন্ত্রী ব্যাকফুটে রয়েছেন। তাই রাজ্য নেতৃত্বরা কথা বললে সেই পরিস্থিতি পরিবর্তন হতে পারে। অবশ্য এমন তত্ত্ব মেনে নেয়নি সৌগত রায়। তিনি গেরুয়া শিবিরকে কটাক্ষ করে বলেছেন, “এ রাজ্যে বিজেপির যেসব ভুঁইফোড় নেতা রয়েছে, তাদের মুখ বন্ধ রাখা মুশকিল। মুখ্যমন্ত্রী কখনোই ব্যাকফুটে যাননি। তিনি সরাসরি জানিয়েছেন যে আলাপনের মত দক্ষ অফিসারকে এখন ছাড়া যাবে না।”