Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারতে থাকব, গুজব খবর উড়িয়ে নতুন অফার আনলো ভোডাফোন

Updated :  Friday, November 1, 2019 12:07 PM

কয়েকদিন আগে টেলিকম পাড়ায় গুঞ্জন উঠেছিল যে ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিতে চলেছে ভোডাফোন। ইংল্যান্ডে জন্ম এই কোম্পানিটি জানিয়েছে যে ভারতীয় সংবাদমাধ্যমে একটি খবর কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। ভারত ছাড়ার কোনো সিদ্ধান্ত নেয়নি ভোডাফোন কর্তৃপক্ষ

জিও আসার পর তাদের নিত্য নতুন অফার এর ফুলঝুরির জন্য এয়ারটেল ও ভোডাফোন এর মত সংস্থাগুলির লোকসান হতে থাকে তখন তারা প্রতি মাসে রিচার্জ বাধ্যতামূলক করে। সম্প্রতি জিও অন্য নেটওয়ার্কে কল করার জন্য প্রতি মিনিটে ছ’পয়সা করে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এর জন্যই মনে করা হচ্ছে ভোডাফোন ও এয়ারটেল এর মত সংস্থাগুলির ব্যবসা কিছুটা হলেও বেড়েছে। তাই হয়তো ভোডাফোন এই ৩৫ টাকার রিচার্জ কমিয়ে ২০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও ৩০ ও ৫০ টাকার দুটি অফার নিয়ে আসা হয়েছে যেখানে ২০,৩০ ও ৫০ টাকার রিচার্জে ফুল টকটাইম এর সাথে একমাসের ভ্যালিডিটি পাবে গ্রাহকরা।

সম্প্রতি সুপ্রিমকোর্টের একটি নির্দেশিকায় টেলিকম সংস্থাগুলির বকেয়া মিটিয়ে দেয়ার জন্য বলা হয়েছে। যে অঙ্কটা ভোডাফোন এর কাছে প্রায় ২৮ হাজার কোটি টাকার মতো। গত কয়েকটি ত্রৈমাসিকে ভোডাফোন লাভের মুখ দেখতে পাইনি উল্টে গ্রাহকসংখ্যা হারাতে হয়েছে। ভোডাফোন জানিয়েছে তাদের প্রত্যেকটি সার্কেলে নেটওয়ার্ক আপগ্রেড এর কাজ চলছে এবং খুব শীঘ্রই তা সম্পূর্ণ হবে। তাই ভারত থেকে চলে যাওয়ার মত কোন সিদ্ধান্তই তাদের নেই।