নিউজরাজ্য

Weather Update: বেলা বাড়লেই ঝড় বৃষ্টির তাণ্ডব, দুপুরেই ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝেঁপে বৃষ্টি এই জেলাগুলিতে

Advertisement
Advertisement

সোমবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস (Weather Update) থাকলেও মঙ্গলবার থেকেই বৃষ্টির অভাবে অস্বস্তিকর গরমে নাজেহাল হচ্ছে শহরবাসী। বুধবার সকাল থেকেই ভ্যাপসা গরম চলছে। তবে বেলা একটু গড়াতেই এই পরিস্থিতি থেকে রেহাই মিলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার দুপুরেই স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা সেই সঙ্গে এদিন থেকেই নিম্নচাপ বলয় তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Advertisement
Advertisement

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আগামী দু তিন ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলেই জানা যাচ্ছে। সপ্তাহের শেষে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৫ দিনে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার মেঘলা আকাশ থাকবে কলকাতায়। বেলা বাড়তে গরমের অস্বস্তি আরো বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement

হাওয়া অফিসের তরফে জানা যাচ্ছে, সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ বলয় তৈরি হওয়ার কথা। সেটি শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর পূর্ব দিকে এগিয়ে শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।

Advertisement
Advertisement

অন্যদিকে উত্তরবঙ্গেও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি হয়েছে। সমুদ্র উপকূলে বড় দুর্যোগের আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের বৃহস্পতিবারের মধ্যে উপকূলে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

Related Articles

Back to top button