আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি। আগামী ৫ই অক্টোবর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ওডিআই বিশ্বকাপের মেগা আসর। ২০১১ সালের পর এবার ভারত দেশের মাটিতে বিশ্বকাপের আয়োজন করার সুযোগ পেয়েছে। ফলে উৎসবের মেজাজে সেজে উঠেছে পুরো ভারতবর্ষ। ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আসন্ন ওডিআই বিশ্বকাপ। তবে বিশ্বকাপে মাঠে নামার পূর্বে চলুন জেনে নেওয়া যাক, কোন দল কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে।
আমরা আপনাদের বলে রাখি, আসন্ন ওডিআই বিশ্বকাপের পূর্বে অংশগ্রহণকারী প্রত্যেকটি দল ২টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড তিনটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্বাচন করেছে এই প্রস্তুতি ম্যাচের আয়োজন করতে। আমরা আপনাদের বলি, প্রস্তুতি ম্যাচের জন্য গুয়াহাটি, তিরুবনন্তপুরম এবং হায়দ্রাবাদ স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে। আজ থেকে ৩রা অক্টোবের মধ্যে সর্বমোট ১০টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলা হবে।
চলুন বিশ্বকাপের পূর্বে প্রস্তুতিমূলক ম্যাচে কোন দল কোন দলের বিরুদ্ধে, কবে এবং কোথায় মুখোমুখি হবে, বিস্তারিত জেনে নেওয়া যাক-
২৯শে সেপ্টেম্বর-
১. বাংলাদেশ বনাম শ্রীলংকা (গুয়াহাটি)
২. দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান (তিরুবনন্তপুরম)
৩. নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (হায়দ্রাবাদ)
৩০শে সেপ্টেম্বর-
১. ভারত বনাম ইংল্যান্ড (গুয়াহাটি)
২. অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস (তিরুবনন্তপুরম)
২রা অক্টোবর-
১. ইংল্যান্ড বনাম বাংলাদেশ (গুয়াহাটি)
২. নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (তিরুবনন্তপুরম)
৩রা অক্টোবর-
১. আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (গুয়াহাটি)
২. ভারত বনাম নিউজিল্যান্ড (তিরুবনন্তপুরম)
৩. পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (হায়দ্রাবাদ)