Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

উপছে পড়ছে গ্ল্যামার, ঠাণ্ডায় রাজের সঙ্গে আউটিংয়ে অভিনেত্রী শুভশ্রী

Updated :  Sunday, December 20, 2020 6:44 PM

ইদানিং  অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর প্রায় প্রতিটি উইকএন্ডেই হ্যাঙআউটে যাচ্ছেন। সপ্তাহান্তে নিজেদের পার্টির ফটো শেয়ার করেন শুভশ্রী । শুভশ্রী ও রাজের ফ্যান ক্লাবেরও মূল কাজ ফটো ‘শেয়ারিং’ অ্যান্ড ‘শেয়ারিং’।  বাদ যায়নি এই উইকএন্ডও। তবে এই উইকএন্ডে শুভশ্রী কোথায় গিয়েছিলেন তা না জানালেও অফহোয়াইট টি-শার্ট ও ট্রাউজার্স পরে ফটো শেয়ার করেছেন তিনি। যথারীতি অতি উৎসাহী নেটিজেনরা ফটোগুলি ভাইরাল করেছেন।

কিছু দিন আগে এক বন্ধুর বিবাহবার্ষিকীর পার্টিতে গিয়েছিলেন রাজ ও শুভশ্রী।  ইন্সটাগ্রামে সেই পার্টির কিছু ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। ছবিগুলিতে রাজ ও শুভশ্রীর রসায়ন নেটিজেনদের নজরে এসেছিল। তবে প্রতিটি ছবিতেই দেখা যাচ্ছে শুভশ্রীর নো মেক-আপ লুক। কিন্তু তাতেও শুভশ্রীর সৌন্দর্য অপরিবর্তিতই থেকেছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি’র ট্রেলার।  ইউটিউবে ট্রেলারটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।  এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত।  উচ্চাভিলাষী বাবা তাঁর সন্তানের হাতে লেটেস্ট মডেলের মোবাইল ফোন তুলে দেন। এমনকি মোবাইল গেম খেলার পদ্ধতিও শিখিয়ে দেন তিনি। সন্তান বাবা-মা-র সঙ্গ থেকে বঞ্চিত হয়েও মেতে থাকে মোবাইল নিয়ে।  কিন্তু এরপর মোবাইল গেম তাদের পারিবারিক জীবনে আসে নতুন মোড়। আপাতত রাজ ও শুভশ্রী যথেষ্ট উত্তেজিত ‘হাবজি গাবজি-র মুক্তি নিয়ে।