পুজো উপলক্ষ্যে রাজ শেয়ার করলেন ইউভান ও শুভশ্রীর ছবি, মুহূর্তে ভাইরাল

আজকাল রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ সময় অ্যাকটিভ থাকছেন। তাঁর ও শুভশ্রীর পুত্রসন্তান ইউভানের আগমন তাঁদের পারিবারিক পরিমণ্ডলে বদল এনেছে। সম্প্রতি ইন্সটাগ্রামে রাজ ইউভান ও শুভশ্রীর ছবি শেয়ার করলেন। ছবিতে…

Avatar

আজকাল রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ সময় অ্যাকটিভ থাকছেন। তাঁর ও শুভশ্রীর পুত্রসন্তান ইউভানের আগমন তাঁদের পারিবারিক পরিমণ্ডলে বদল এনেছে। সম্প্রতি ইন্সটাগ্রামে রাজ ইউভান ও শুভশ্রীর ছবি শেয়ার করলেন। ছবিতে দেখা যাচ্ছে, শুভশ্রী ইউভানকে কোলে নিয়ে বসে আছেন এবং ছোট্ট ইউভান অবাক চোখে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। এই ছবিটি টলি টাউনের সেলিব্রিটি ও নেটিজেনদের খুব পছন্দ হয়েছে। অভিনেতা অঙ্কুশ হাজরা এই ছবির নিচে কমেন্ট করে ইউভানকে অনেক ভালোবাসা জানিয়েছেন। রাজ সবাইকে শুভ দুর্গাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন। এই বছর করোনা অতিমারীর কারণে রাজ ও তাঁর পরিবারের কোনো সদস্য দুর্গাপূজার মন্ডপে যাননি। তাঁরা বাড়িতেই পারিবারিক মুহূর্ত উপভোগ করছেন।

লকডাউনের সময় কার্ডিয়াক অ্যারেস্ট ও করোনা আক্রান্ত হয়ে মারা যান রাজ চক্রবর্তীর বাবা। শোকের ছায়া নেমে আসে রাজের পরিবারে। রাজের পুরো পরিবার বেশ কিছু সময়ের জন্য কোয়ারেন্টিনে ছিলেন। এর কিছুদিন পরেই জন্ম হয় ইউভানের। ইউভান রাজের পরিবারে নিয়ে আসে আনন্দের দমকা হাওয়া। ইউভানের ঠাকুমা অর্থাৎ রাজের মা এখন নাতিকে নিয়ে ভীষণ ব্যস্ত। রাজ ঠাকুমার কোলে নাতির ছবি শেয়ার করে মজা করে বলেছেন, তাঁর মায়ের আদরে ভাগ বসিয়েছে ইউভান। শুভশ্রী নিজে ও তাঁর ফ্যান ক্লাব থেকেও প্রায়ই ইউভানের ছবি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। ইউভানের প্রতিটি ছবি যথেষ্ট ভাইরাল হয়।

View this post on Instagram

Subho Astomi ?❤️

A post shared by Raj Chakrabarty ?? (@rajchoco) on

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে শুভশ্রী ও পরমব্রত অভিনীত ফিল্ম ‘হাবজি গাবজি ‘। এই ফিল্মটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। শুভশ্রীর গর্ভাবস্থার শুরুর দিকেই এই ফিল্মের শুটিং শেষ হয়ে গিয়েছিল। মোবাইল গেমের প্রতি আবালবৃদ্ধবনিতার আসক্তি নিয়ে তৈরি হয়েছে এই ফিল্মের গল্প। এছাড়া শুভশ্রী এই মুহূর্তে গর্ভনিরোধক পিল প্রস্তুতকারক সংস্থা ‘আনওয়ান্টেড 21 ডেজ ‘-এর তরফ থেকে সঠিক সময়ে গর্ভধারণের বার্তা প্রচার করছেন।