নিউজরাজ্য

Summer Holiday: স্কুলগুলিতে আরও বাড়ল গরমের ছুটি, নয়া নির্দেশিকা শিক্ষা দফতরের

Advertisement

স্কুলে ছুটি নিয়ে এল বড় আপডেট। এপ্রিল মাস থেকেই তাপপ্রবাহ চরমে ওঠায় সময়ের আগেই গরমের ছুটি (Summer Holiday) পড়ে গিয়েছিল রাজ্যের স্কুলগুলিতে। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের অনেক আগেই গরমের ছুটি দিয়ে দেওয়া হয়েছিল স্কুলগুলিতে। স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছিল, আগামী ৩ রা জুন পর্যন্ত ছুটি থাকবে স্কুলে। কিন্তু এবার আরো গরমের ছুটি বাড়ানো হল রাজ্যের সরকারি এবং গভর্নমেন্ট স্পনসর্ড স্কুলগুলিতে।

খাতায় কলমে ৩ রা জুন থেকে স্কুল খুলে গেলেও ছাত্রছাত্রীরা স্কুলে যাবে আগামী ১০ জুন থেকে। ৯ জুন পর্যন্ত সমস্ত সরকারি এবং গভর্নমেন্ট স্পনসর্ড স্কুলগুলি বন্ধ থাকলেও শিক্ষক শিক্ষিকাদের ৩ রা জুন থেকেই স্কুলে যেতে হবে। উল্লেখ্য, আগে স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছিল, ৬ মে থেকে গরমের ছুটি পড়বে রাজ্যের স্কুলগুলিতে। আর ছুটি শেষ হবে ২ জুন। কিন্তু এপ্রিলেই তাপপ্রবাহের ভয়াবহতা দেখে স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর। সেই মতো ঘোষণা করা হয়, ২২ এপ্রিল আগাম গরমের ছুটি পড়ে যাচ্ছে স্কুলগুলিতে। আগামী ৩ জুন পর্যন্ত ছুটি রয়েছে স্কুলগুলিতে।

কিন্তু সোমবার স্কুল শিক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ৪ ঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরেও রাজ্যের সরকারি এবং গভর্নমেন্ট স্পনসর্ড স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন। এমতাবস্থায় স্কুলের স্বাভাবিক পঠনপাঠন শুরু হওয়া সম্ভব নয়। তাই ছুটি বাড়িয়ে ৩ রা জুনের পরিবর্তে ১০ জুন থেকে খুলবে স্কুল। এদিন থেকেই ছাত্রছাত্রীরা স্কুলে আসবে। তবে শিক্ষক শিক্ষিকাদের জন্য ৩ রা জুন থেকেই খুলে যাচ্ছে স্কুল।

তবে এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এর আগেই বৃষ্টির কারণে কমেছে তাপমাত্রা। উপরন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণেও অনেকটা কমেছে তাপমাত্রার পারদ। কিন্তু আবহাওয়া অনুকূল হলেও স্কুলে পঠনপাঠন শুরু হতে আরও দেরি করায় শুরু হয়েছে বিতর্ক।

Related Articles

Back to top button