IND Vs SL t20 series: ভারতের পরাজয়ে ক্ষিপ্ত সুনীল গাভাস্কর, করলেন এই ক্রিকেটারের কঠোর শাস্তির আবেদন

গতকাল মহারাষ্ট্রের সবুজ গ্রাউন্ডে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। তবে সেই ম্যাচে ভারতের হতাশা জনক পারফরমেন্স দেখে রীতিমত ক্ষিপ্ত হয়েছেন ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার…

Avatar

গতকাল মহারাষ্ট্রের সবুজ গ্রাউন্ডে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। তবে সেই ম্যাচে ভারতের হতাশা জনক পারফরমেন্স দেখে রীতিমত ক্ষিপ্ত হয়েছেন ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কর। যেখানে টিম ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটসম্যানরা চরম ব্যর্থতার সাথে সাথে বোলাররাও করেছেন ধৈর্যের চরমসীম উলঙ্ঘন। সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কান বাহিনীর কাছে ১৬ রানে হেরে ভারতীয় দল এখন ক্রিকেটপ্রেমীদের সমালোচনার উর্ধ্বে রয়েছে।

ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর গতকাল এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় ভারতীয় দলের একাধিক ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে ভারতীয় দলের পেসার আরশদীপ সিংয়ের পারফরমেন্সের জন্য তার কঠোর শাস্তির আবেদন করেছেন তিনি। সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হতে পারে কোন একটা দিন কোন বোলার কিংবা কোন ব্যাটসম্যানের জন্য দুর্ভাগ্যের কারণ। তবে নো-বল করবো কিনা সেটা বোলারের ব্যক্তিগত সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়।’

তিনি এই প্রসঙ্গে আরও বলেন, ‘একজন পেশাদার বোলার হিসেবে আমি এটি কখনোই করতে পারেন না। হতে পারে ওই দিনটিতে আপনার বোলিং নিয়ন্ত্রণ ছিল না। তবুও মাত্র দুই ওভার বোলিং করে কিভাবে ৫টি নো-বল খরচ করতে পারেন আপনি? আপনার বোলিং করার কৌশল হয়তো একটা দিনের জন্য খারাপ হতে পারে। তবে নো-বল করাটা একান্তই আপনার ব্যক্তিগত।

উল্লেখ্য, গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাটিং করে শ্রীলংকা ২০৬ রান সংগ্রহ করে। যেখানে ভারতীয় বোলাররা ৭টি নো-বল করেছে। যার মধ্যে আরশদীপ সিং একাই করেছেন ৫টি নো-বল। শুধু তাই নয়, একই সাথে তিনি মাত্র ২ ওভার বল করে খরচ করেছেন ৩৭ রান! স্বাভাবিকভাবে ২০৭ বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একরকম তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় দল।