আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। মহেন্দ্র সিং ধোনির অবসরের সাথে সাথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন ভারতের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না। তবে ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর আইপিএল খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা করেন তিনি। কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় যখন তিনি আইপিএল ২০২২-এর মেগা নিলামে অবিক্রিত থাকেন। চেন্নাই সুপার কিংস তাকে প্রত্যাখ্যান করলে আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি সুরেশ রায়নাকে কেনার আগ্রহ প্রকাশ করেনি।
এরপর অবশ্য একাধিক মাধ্যমে দাবি করা হয়েছে আর কখনো আইপিএলে খেলার সুযোগ পাবেন না বিধ্বংসী এই ক্রিকেটার। মিস্টার আইপিএল খ্যাত সুরেশ রায়না ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সর্বপ্রথম ৫০০০ রানের গন্ডি পার করেছেন। তবে বিগত কয়েক বছর ধরে ব্যাট হাতে চরমভাবে ব্যর্থ হয়েছেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ার সেই দাবিকে সত্যি করতে চলেছেন সুরেশ রায়না। শোনা যাচ্ছে, চলতি বছর আইপিএল থেকে সন্ন্যাস গ্রহণ করতে পারেন তিনি। তারপর সারা বিশ্বের টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণ করতে পারেন ভারতের এই তারকা ক্রিকেটার।
এক সংবাদ মাধ্যমে তিনি বলেন,”আমি আরও ২-৩ বছর ক্রিকেট খেলতে চাই। ইতিমধ্যে উত্তরপ্রদেশের দল কিছু প্রতিভাবান ক্রিকেটার পেয়েছে এবং তারা সত্যিই ভাল পারফর্ম করছেন। আমি ইউপিসিএ থেকে এনওসি পেয়েছি এবং বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এবং সহ-সভাপতি রাজীব শুক্লাকে জানিয়েছি আমার সিদ্ধান্তের ব্যাপারে। আমার ক্যারিয়ার জুড়ে আমাকে সমর্থন করার জন্য আমি ইউপিসিএ এবং বিসিসিআইকে ধন্যবাদ জানাই। এখন আমি সারা বিশ্বের টি-টোয়েন্টি লিগে খেলব। অপেক্ষা শুধু বিসিসিআইয়ের ছাড়পত্রের।”