ক্রিকেটখেলা

চেন্নাই দলে ফিরছেন ভারতীয় এই তারকা ক্রিকেটার, সুত্রের খবর

Advertisement

আইপিএল শুরুর মাত্র কিছুদিন আগেই ব্যক্তিগত কারন দেখিয়ে চেন্নাই দল থেকে নিজের নাম প্রত্যাহার করে দেশে ফিরে আসেন সুপার কিংসের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না।কিন্তু রায়নাকে চেন্নাই দলে ফিরিয়ে আনার প্রবল দাবি উঠছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার সূত্রপাত হয় যখন শুক্রবার দিল্লি ক্যাপিটালসের ৪৪ রানে পরাজিত হয় চেন্নাই সুপার কিংস। যেটি ছিল তাদের টানা দ্বিতীয় হার ।এর পরই চেন্নাই সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় সুরেশ রায়নার দলে ফিরে আসা নিয়ে দাবি তুলেছেন। এই ঘটনার পর এখন খবর আসছে রায়না নাকি খুব শীঘ্র চেন্নাই শিবিরে প্রত্যাবর্তন করবেন।

শুক্রবারের ম্যাচে দিল্লির বিরুদ্ধে সিএসকের ব্যাটিং বিপর্যয়ের পর সুরেশ রায়নার প্রত্যাবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা দ্রুতগতিতে বেড়ে চলেছে। যা নিয়ে রায়নার একটি ঘনিষ্ঠ সূত্রের বয়ানও সামনে এসেছে। যেখানে রায়নার দ্রুত চেন্নাই শিবিরে শামিল হওয়ার সংকেত পাওয়া গিয়েছে। রায়নার এক ঘনিষ্ঠ ব্যক্তি ইনসাইডস্পোর্টসের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, “ সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সুরেশ রায়না দ্রুতই চেন্নাই সুপার কিংসের দলে ফিরতে পারেন”।এনিয়ে সুপার কিংসের সিইও এর ও বয়ান সামনে এসেছিল। তিনি বলেছিলেন যে আমরা রায়নার প্রত্যাবর্তন নিয়ে ভাবনা চিন্তা করছি না। তিনি বলেছিলেন যে,

‌“এই মরশুমের জন্য তাঁকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন রায়না। আমরা তাঁর সিদ্ধান্তের সম্মান করি। আমরা এখন রায়নাকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে ভাবছি না। আমাদের দলের সমর্থকরা আমাদের খুব পছন্দ করে এবং সমর্থন করে। আমরা তাদের এই বিশ্বাস দিতে চাই যে চেন্নাই দল এই মরশুমে জোরদার প্রত্যাবর্তন করবে। আমরা সমর্থকদের মুখে অবশ্যই হাসি ফিরিয়ে আনব”।

উল্লেখ্য আইপিএল ক্রিকেটে সফলতম ক্রিকেটারদের একজন হলেন রায়না, এজন্য তাঁকে মি: আইপিএল বলা হয়।আইপিএলে এখনো পর্যন্ত তিনি ১৯৩টি ম্যাচে ৫৩৬৮ রান করেছেন। এর মধ্যে রয়েছে ১টি শতরান এবং ৩৮টি অর্ধশতরান। আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের সংগ্রাহক তিনি। তাঁর আগে রয়েছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। এহেন রায়না যদি সত্যিই ফিরে আসেন তাহলে তা হবে চেন্নাই দলের কাছে স্বস্তিদায়ক।

Related Articles

Back to top button