খেলাক্রিকেট

Team India: WTC ফাইনালের আগে বড় সুখবর ভারতীয় দলে, শুনলে লাফিয়ে উঠবেন ভক্তরা

আইপিএলে বিধ্বংসী ক্রিকেটার ফর্ম ফিরে পেতেই আনন্দের জোয়ারে ভাসছেন ভারতীয় ক্রিকেটপ্রেমেরা।

Advertisement

আইপিএলের মেগা আসরের সমাপ্তি হতে না হতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা আসর খেলবে টিম ইন্ডিয়া। চলতি বছরের জুনে সুদূর ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে বিরাট কোহলিরা। তবে ভারতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার ইনজুরিতে থাকার কারণে এবং অফ-ফর্মে থাকার কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগেই বড় দুশ্চিন্তায় পড়ে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আইপিএলে এই বিধ্বংসী ক্রিকেটার ফর্মে ফিরতেই দুশ্চিন্তার কালো মেঘ দূর হল ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর থেকে।

আইপিএলে বিধ্বংসী ক্রিকেটার ফর্ম ফিরে পেতেই আনন্দের জোয়ারে ভাসছেন ভারতীয় ক্রিকেটপ্রেমেরা। চোটের কারণে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছেন ভারতের তারকা ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। ফলে তার স্থানে বিকল্প ব্যাটসম্যান হিসেবে সূর্য কুমার যাদবের নাম ভাবছিলেন ভারতীয় ক্রিকেটের দল নির্বাচকরা। তবে দীর্ঘদিন ধরে খারাপ ফর্মের সাথে লড়াই করছিলেন সূর্য কুমার যাদব। ফলে দুশ্চিন্তা দূরীকরণের রাস্তা অধরাই ছিল।

এমন পরিস্থিতিতে গতকাল পাঞ্জাবের বিপক্ষে বিধ্বংসী হয়ে ওঠা সূর্য কুমার যাদব কিছুটা হলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের দুশ্চিন্তা দূর করেছেন। গতকাল পাঞ্জাবের বিপক্ষে দলকে জেতাতে না পারলেও দলের জন্য একটি বিস্ফোরক ইনিংস উপহার দেন তিনি। ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ ব্যাটসম্যান সূর্য কুমার যাদব ২১৯.২৩ স্ট্রাইক রেটে মাত্র ২৬ বলে ৫৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন। উল্লেখ্য, চলতি আইপিএলের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের দুশ্চিন্তায় ফেলেছিলেন সূর্য কুমার যাদব। তবে পাঞ্জাবের বিপক্ষে তার একটি ইনিংস সমস্ত দুশ্চিন্তার সমাপ্তি ঘটিয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Related Articles

Back to top button