Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রয়াত সুশান্তের স্বপ্নকে সত্যি করলেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা, লাগালেন ১০০০ চারা গাছ

Updated :  Friday, September 18, 2020 4:04 PM

সুশান্ত-অঙ্কিতার লড়াই একসঙ্গেই শুরু হয়েছিলো। একই সঙ্গে কাজ শুরু করেন ‘পবিত্র রিস্তা’ হিন্দি ধারাবাহি্কের হাত ধরে। অঙ্কিতা শুধু সুশান্তের ভাল বন্ধুই ছিলেন না। সুশান্তের মায়ের পরেই তার স্থান ছিল, এমনটাই জানা যায় সুশান্তের বন্ধু সন্দীপের থেকে। অঙ্কিতার সঙ্গে সুশান্তের বন্ধুত্ব থেকে প্রেম সবটাই বাড়ির সকলে জানতেন। সন্দীপের কথা থেকে এও জানা যায় যে, সুশান্তের জন্য নিজের কেরিয়ার বিসর্জন দিতেও রাজী ছিলেন অঙ্কিতা। কিন্তু সব মিলিয়ে এই সম্পর্ক দীর্ঘ ছয় বছরের পর বিচ্ছেদের রেখা টানে। শুরু হয় সুশান্তের অন্য জার্নি। গভীর সম্পর্কে জড়িয়ে যান রিয়া চক্রবর্তীর সঙ্গে। এরপরের ঘটনা হয়তো সবারই জানা।

তবে, এই অঙ্কিতা সুশান্তের এক স্বপ্নকে পূরণ করলেন। সুশান্তের স্মৃতির উদ্দেশে রোপণ করলেন ১০০০ টি চারাগাছ। গত ১৩ই সেপ্টেম্বর অঙ্কিতা সুশান্তের স্মরণে এই মহান কাজটি সেরে নেন তাঁর প্রিয় পোষ্যকে পাশে নিয়ে।

 

View this post on Instagram

 

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on

আদরে আবদারে অঙ্কিতার প্রিয় পোষ্য কখনো মাটি খেয়ে ফেলছে তো কখনো অঙ্কিতাকে জড়িয়ে ধরছে।

প্রয়াত সুশান্তের স্বপ্নকে সত্যি করলেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা, লাগালেন ১০০০ চারা গাছ

সুশান্তের চলে যাওয়াকে কোনোভাবেই মানতে পারেন নি অঙ্কিতা, তাই তাঁর মৃত্যুর পরও সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে অঙ্কিতা লোখান্ডকে। এমনকি, সুসান্ত সিং রাজপুত চলে যাওয়ার পরেও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে অঙ্কিতা। পুলিশকেও তদন্তের সাহায্য করেছে সে। এখনো সুশান্তের স্মৃতি জড়িয়ে রয়েছে অঙ্কিতা। সুশান্তের ইচ্ছা পূরণে লেগে রয়েছেন সুশান্তের প্রিয় মানুষ অঙ্কিতা।

প্রয়াত সুশান্তের স্বপ্নকে সত্যি করলেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা, লাগালেন ১০০০ চারা গাছ