Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অন্তরঙ্গ শরীরচর্চা, মুহুর্তের মধ্যে ভাইরাল সুস্মিতা সেনের ভিডিও

কৌশিক পোল্ল্যে: প্রেমে পড়লে খুব কাছাকাছি থাকতেই ভীষন পছন্দ করেন একে অপরের মনের মানুষটি। তার উপর দুজনেই পছন্দের হবি যদি শরীরচর্চা হয় তাহলে তো কথাই নেই। প্রাক্তন বিশ্বসুন্দরী ও বঙ্গতনয়া…

Avatar

কৌশিক পোল্ল্যে: প্রেমে পড়লে খুব কাছাকাছি থাকতেই ভীষন পছন্দ করেন একে অপরের মনের মানুষটি। তার উপর দুজনেই পছন্দের হবি যদি শরীরচর্চা হয় তাহলে তো কথাই নেই। প্রাক্তন বিশ্বসুন্দরী ও বঙ্গতনয়া সুস্মিতা সেন এতদিন পরে নিজের মনের মানুষকে খুঁজে পেয়েছেন তাই একে অপরের আরও কাছাকাছি থাকতে হলে শরীরচর্চাই তো মূল রসদ, যেহেতু সুস্মিতার প্রেমিকটি একজন মডেল সেইসঙ্গে ফিটনেস ফ্রিক।

আমরা সকলেই জানি সুস্মিতাও কিছু কম যাননা। বয়স ৪২ এর এই বলিউড অভিনেত্রী আজও ততটাই ফিট যতটা ছিলেন সেই নব্বইয়ের দশকে মিস ইউনিভার্স জয়ের সময়। তার সৌন্দর্য আলাদা করে কিছুই বলার নেই। নিয়মিত জিমে সময় কাটিয়ে ফিট থাকতেই বেশি পছন্দ করা সুস্মিতা এতদিনে রোমান শলের সঙ্গে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দত্তক নেওয়া দুই মেয়ে এবং প্রেমিককে সঙ্গে নিয়ে প্রায়ই মজাদার ভিডিও পোস্ট করেন তিনি। এবার আরও কাছাকাছি দুটি শরীর একে অপরের সঙ্গে লিপ্ত, দুজনেই মেতে শরীরচর্চায়, তবে এ ছবি আজকের নয়, এটি এর আগেও পোস্ট করেছেন তিনি। কোয়ারেন্টাইনে স্মৃতি হাতড়ে এই সুন্দর মুহূর্তগুলি খুব মিস করছেন সুস্মিতা, এমনটাই জানালেন তার ভক্তদের। জিমে দুজনকে প্রায়শই ওয়ার্ক আউট করতে দেখা যায় একসঙ্গে।

বয়সে সুস্মিতার থেকে ছোট হলেও ভালোবাসায় কোনো খামতি রাখনেনি রোমান। যদিও বলিউড থেকে বেশ খানিকটা দূরত্ব তৈরি করে ফেলেছেন ‘বিবি নং 1’ এর সেই মিষ্টি সহ অভিনেত্রী। তাকে শেষ দেখা গিয়েছে বাংলা ছবি ‘নির্বাক’এ অঞ্জন দত্তের বিপরীতে। তবে খুব শীঘ্রই সিনেজগতে ফিরছেন সুস্মিতা, তিনি ইতিমধ্যেই স্ক্রিপট পড়ছেন এবং প্রজেক্টের কাজও প্রায় শুরুর পথে। সুস্মিতা ও রোমানের ঘনিষ্ঠ শরীরচর্চার কিছু ছবি নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।

About Author