Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সিঙ্গুর থেকে টাটাদের সরানো ভুল ছিল, আমি ক্ষমা চাইছি: শুভেন্দু অধিকারী

Updated :  Friday, January 22, 2021 3:38 PM

কিছুদিন আগে সিঙ্গুর আন্দোলনের জন্য ক্ষমা চেয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। আর এবারে ক্ষমা চাইলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া নিয়ে তিনি এবারে জনগণের কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন,” সিঙ্গুর নিয়ে ভুল হয়েছিল। তখন আমি শুধুমাত্র ল্যাম্পপোস্ট ছিলাম।” আর এই মন্তব্যের পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এসেছে তৃণমূল এবং বামেদের কটাক্ষ।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন,” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সিঙ্গুরের সর্বনাশ করেছেন। বাংলার বেকারদের স্বপ্ন ধূলিসাৎ করেছেন। আমি ক্ষমা চাইছি।” এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বড় প্রতিনিধি ছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম জমি আন্দোলনের অন্যতম কারিগর ছিলেন শুভেন্দু। এখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সাহচর্য আসার সঙ্গে সঙ্গে বদলে গেল সমস্ত সমীকরণ। ২০১১ সালে তৃণমূলের বাংলা ভাষার অন্যতম কারিগর শুভেন্দু এবারে কথা বললেন তৃণমূলের সিঙ্গুর আন্দোলনের বিরুদ্ধে।

শুভেন্দু এদিন আরো বললেন,” মানুষের ভোটে সিঙ্গুরের মানুষদের তৃণমূলকে রিজেক্ট করেছে। সেদিন ল্যাম্পপোস্ট ছিলাম। মুখে লিউকোপ্লাস্ট লাগানো ছিল। বলেছে হাত তুলেছি।” কিছুদিন আগে বিজেপির অন্যতম বড় সেনাপতি মুকুল রায় ঠিক এইরকমই মন্তব্য করেছেন। মুকুল বলেছিলেন। আর তাদের এই সমস্ত মন্তব্যের পাল্টা খোঁচা দিয়েছেন কুনাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেছেন,” তৃণমূলের হয়ে এসব সুবিধা ভোগ করে এখন বোধোদয় নাটক করছেন।” বামেরাও শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, সিঙ্গুর এটা তাদের কারখানা হতে না দেওয়ার জন্য ভুল স্বীকার করলেন! কিন্তু নন্দীগ্রামে কেমিক্যাল হাব হতে না দিয়ে বাংলার যে ক্ষতি করেছিলেন, আজকে তার জন্য ক্ষমা চাইবেন শুভেন্দু অধিকারী?