Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাংলায় নরহত্যা চলছে বললেন শুভেন্দু, দেখতেই পেলাম না পাল্টা মমতা

সর্বসম্মতিতে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পরেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। তিনি এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। তিনি বললেন, রাজ্যে সব জায়গায় নরসংহার চলছে।…

Avatar

By

সর্বসম্মতিতে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পরেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। তিনি এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। তিনি বললেন, রাজ্যে সব জায়গায় নরসংহার চলছে। অন্যদিকে বিজেপির অভিযোগ সম্পূর্ণ রূপে নস্যাৎ করে দিয়ে নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “কোথায় গণহত্যা হলো দেখতেই পেলাম না।”

বিজেপি প্রথম থেকেই দাবি করে আসছিল ভোট পরবর্তী সময়ে তাদের সমর্থকদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করার চেষ্টা চলছে এবং তাদের আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল এই সমস্ত অভিযোগ খণ্ডন করে দিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বললেন, “ওরা হার মেনে নিতে পারছে না তাই ফেক ভিডিও ছড়াচ্ছে। গণহত্যা তো শীতলকুচি তে হয়েছিল, আর কোথাও তো দেখতে পেলাম না। বিজেপির আইটি সেল এবং আরএসএস এই সমস্ত প্রচার করছে। বাংলায় কোথাও কিছু হয়নি। বাংলা একেবারে শান্ত আছে। একটা নতুন সরকার শপথ নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় দল পাঠিয়ে দিয়েছে। ন্যূনতম সৌজন্যতা নেই।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি আরো বলেছেন, “হেরে যাওয়ার পরে কেন এলাকায় এলাকায় মিটিং করবেন? কেন এখানে ওখানে বিজেপির বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন? তৃণমূল কারো বাড়িতে গেছে? ত্রিপুরায় জেতার পর লেনিন এবং মার্কসের মূর্তি ভাঙ্গা হয়েছে। আমরা তো রিসিফ দিয়েছি। আমরা শীতলকুচি প্রত্যেক পরিবারের হাতে চাকরি দিয়েছি। কোন পার্টির বাড়িতে তো আমরা যাচ্ছি না?”

বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পরেই শুভেন্দু অধিকারী টুইট করে লিখেন, বিরোধী দলনেতা হিসেবে বাংলার জনগণের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করবেন। দিলীপ ঘোষের বিধানসভা বয়কটের হুমকি থেকে কিছুটা সরে এসে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। আজকেই ২২ বিধায়কের সমর্থন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।

About Author