১২ মার্চ নন্দীগ্রামে মনোনয়নপত্র পেশ শুভেন্দুর, মিঠুনকে নিয়ে শুরু হবে প্রচার
মিঠুন একেবারে তার নিজের ট্রেডমার্ক স্টাইলে জানিয়ে দিয়েছেন। ১২ মার্চ থেকে বিজেপির হয়ে প্রচারে নামছে চলেছেন মিঠুন চক্রবর্তী।
এবারের বিধানসভা নির্বাচনের নন্দীগ্রাম আসনে প্রতিযোগিতা হতে চলেছে একেবারে হাই ভোল্টেজ। একদিকে বিজেপির শুভেন্দু অধিকারী অন্যদিকে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের নির্বাচনে নন্দীগ্রাম আসনের দিকে তাকিয়ে রয়েছে সকলেই। আগামী ১০ মার্চ নন্দীগ্রামে মনোনয়নপত্র পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ১২ মার্চ মনোনয়নপত্র পেশ করবেন শুভেন্দু অধিকারী।
সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন টলিউড এবং বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। মিঠুন একেবারে তার নিজের ট্রেডমার্ক স্টাইলে জানিয়ে দিয়েছেন। ১২ মার্চ থেকে বিজেপির হয়ে প্রচারে নামছে চলেছেন মিঠুন চক্রবর্তী। রবিবার বিজেপির ব্রিগেড সমাবেশ থেকে এ ব্যাপারে তিনি আনুষ্ঠানিক ঘোষণা করে দিলেন। মনে করা হচ্ছে শুভেন্দুর হয়ে তিনি প্রথম প্রচারে নামছে চলেছেন। অর্থাৎ বিজেপিও নন্দীগ্রাম কেন্দ্রকে বেশ সমীহ করে চলছে।
আগামীকাল নন্দীগ্রাম চলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে পৌঁছে সেখানে আগামীকাল কর্মীসভা করার কথা আছে তার। তারপরে ১০ মার্চ অর্থাৎ বুধবার মনোনয়নপত্র পেশ করবেন মমতা ব্যানার্জি। আর তার ঠিক দু’দিন পর নন্দীগ্রাম থেকে মনোনয়নপত্র পেশ করবেন শুভেন্দু অধিকারী।
গতকাল ব্রিগেডের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কে। তিনি আবারও বলেছেন, ‘নন্দিগ্রামের মাটি থেকে আমি মাননীয়াকে হারাবই। ও মাটি আমার চেনা। ২১ বছর ধরে আমি এই মাটিতে কাজ করেছি। আমি ওখানে ভোট দেব। আপনি টিভিতে দেখবেন। আপনি প্রাক্তন বিধায়ক এর প্যাড ছাপিয়ে রাখুন।” প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর পর নন্দীগ্রামের তেখালি জনসভা থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচনে লড়বেন বলে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।