আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব চরমে উঠেছে। তার মধ্যে গতকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নন্দীগ্রামের জনসভায় গিয়ে ঘোষণা করেছেন যে একুশে নির্বাচনে তিনি নন্দীগ্রামের হয়ে লড়াই করবেন। তার ঘন্টাখানিক বাদেই বিজেপিতে সদ্য যোগ দেওয়া শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছেন, “আমি নন্দীগ্রামে দাঁড়াই, বা যে কেও দাড়াক, নন্দীগ্রামে দিদিমণিকে হাফ লাখ ভোটে হারাবো আমরা।” সেই সাথে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যা জবাব দেবো কালকের খেজুরির জনসভা থেকেই দেবো।
আজ অর্থাৎ মঙ্গলবার শুভেন্দু অধিকারীর খেজুরিতে সভা আছে। দিঘা কলকাতা জাতীয় সড়কের ধারে শোভা করবেন তিনি। মমতা বনাম অধিকারী পরিবারের লড়াইয়ের আরেক নিদর্শন হয়ে থাকবে আজকের সভা। তাই বঙ্গ রাজনীতিতে আজকে শুভেন্দুর পাল্টা জবাব শোনার জন্য সবাই উদগ্রীব হয়ে আছে। শুভেন্দু অধিকারী যে আজকের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের সিদ্ধান্তের সব উত্তর দেবে তা একপ্রকার নিশ্চিত।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগেরুয়া শিবিরে যোগদান করার পর থেকে শুভেন্দু অধিকারী তৃণমূলের জনসভার পাল্টা জনসভা করে জনসমক্ষে শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। শুভেন্দু অধিকারী গতকাল রাতেই টুইট করে তৃণমূল সুপ্রিমো মুখোমুখি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, “স্বাগতম দিদি। এর আগে ২১ বছর একসঙ্গে ছিলাম। এবার নন্দীগ্রামে আপনার সাথে সামনাসামনি দেখা হবে।” এছাড়াও তিনি গতকালই জানিয়ে দিয়েছেন এই ব্যাপারে জল্পনার কোনো অবকাশ নেই। তিনি মমতার কথার পাল্টা জবাব দেবেন আজকের খেজুরি সভা থেকে। এবার আজকের খেজুরির সভাতে ২১ বছরের সঙ্গী দিদিকে শুভেন্দু অধিকারী কি বার্তা দেয় সেটা দেখার জন্যে উদগ্রীব হয়ে গেছে গোটা বঙ্গবাসী।
স্বাগতম দিদি। ২১ বছর সঙ্গে ছিলাম। এবার নন্দীগ্রামে সামনা-সামনি দেখা হবে।
Welcome Didi! For 21 yrs I was by ur side. Now I look forward to the face-to-face fight in #Nandigram!
स्वागतम् दीदी। २१ साल आपके साथ खड़ा था। इस बार नंदीग्राम में आमने-सामने मुलाक़ात होगी। इंतज़ार रहेगा।
— Suvendu Adhikari (@SuvenduWB) January 18, 2021