আগামী পয়লা এপ্রিল এবছরের বিধানসভা নির্বাচনের সবথেকে হাইপ্রোফাইল কেন্দ্র নন্দীগ্রামে নির্বাচন। এ নির্বাচনে একদিকে রয়েছেন বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী। অন্যদিকে আছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকে শুভেন্দু অধিকারী অধিকারী পরিবারের সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষের সুরে কথা বলে আসছেন। তবে এবারে নতুন করে সমস্যার মুখে পড়লেন মুখ্যমন্ত্রী।
সম্প্রতি একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল যেখানে শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের স্থানীয় বিজেপি নেতা প্রলয় পাল কে ফোন করেছেন। ফোন করে প্রলয়কে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার আহ্বান জানিয়েছিলেন। আর এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরেই উত্তাল হয়ে ওঠে বঙ্গ রাজনীতি।
নন্দীগ্রামে পথ সভায় যোগদান করে শুভেন্দু অধিকারী বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত নন। ভোটের জন্য ২-৩ দিন থাকবেন, তারপর পালিয়ে যাবেন। আগামী দিনের কথা আমাদের ভাবতে হবে। কার কাছে যাবেন কখন? মমতা নিজে বুঝে গিয়েছেন নন্দীগ্রাম বিজয় এতটা সহজ কাজ হবে না। এই কারণে তিনি সকালবেলা বিজেপির প্রলয় পালকে ফোন করেছেন।”














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained