দেশনিউজ

প্রধানমন্ত্রী মোদির প্রতীকী আর্জির পর কুম্ভ মেলার সমাপ্তি ঘোষণা করলেন স্বামী অবদেশানন্দ

বিলম্বিত বোধোদয় জুনা আখরার

Advertisement

সকালে প্রতীকী কুম্ভ মেলার আর্জি জারি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার কিছুক্ষণ এর মাথায় স্বামী অবদেশানন্দ গিরি ঘোষণা করলেন এবারের জন্য জুনা আখড়া করোনা পরিস্থিতির কারণে কুম্ভ মেলা বন্ধ করতে চলেছে। বিলম্বিত বোধোদয় হলেও এই পরিস্থিতিতে কুম্ভ মেলা আয়োজন করা কিন্তু একেবারেই সম্ভব না। হুরমুড়িয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই পরিস্থিতিতে এই ধরনের মেলা আয়োজন করা হলে পরিস্থিতি আরও খারাপ হবে বৈকি।

গত কয়েক সপ্তাহে বহু পুণ্যার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আদতে কোনরকম সামাজিক দূরত্ব, করোনাভাইরাস এর বিধি নিষেধ মেনে কাজ করা হচ্ছিল না কুম্ভ মেলায়। তাই উত্তরাখণ্ড এবং কেন্দ্রীয় সরকারকে একের পর এক বিতর্কে সম্মুখীন হতে হয়। এ বিতর্কের ফলেই শনিবার সকালে স্বামী অবদেশানন্দের সঙ্গে ফোনে কথা পকথন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ন্যাসীদের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন সমস্ত সন্ন্যাসী সরকারের সঙ্গে সহযোগিতা করেছেন করোনাভাইরাস এর বাড়বাড়ন্ত সত্বেও। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি আর্জি জানিয়েছে যে দুটি শাহী স্নান হয়ে গিয়েছে এবং করোনা সংকটের জন্য কমপক্ষে প্রতীকী রাখা হোক। সংকটের বিরুদ্ধে লড়াইয়ে ক্ষেত্রে এটি শক্তি যোগাবে।” তারপরেই একটি টুইট বার্তায় স্বামী অব্দেশানন্দ বলেছেন, “করোনাভাইরাস এর বিরুদ্ধে ভারতীয়দের সুরক্ষা আমাদের অগ্রাধিকার। এইবারে সমস্ত দেবতার বিসর্জন দিয়ে দিয়েছি আমরা শুধুমাত্র করোনার জন্য। এবারের জন্য জুনা আখড়ায় কুম্ভ মেলা শেষ।”

Related Articles

Back to top button