Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মমতার মুখ আর বাংলার মানুষ দেখতে চাইছে না, পাল্টা স্বপন দাশগুপ্ত

Updated :  Saturday, February 20, 2021 9:01 PM

কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করা হতেই পারে, কিন্তু বাংলার মানুষ আর মমতার (Mamata Banerjee) মুখ দেখতে চাইছে না। বিধানসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের স্লোগান নিয়ে এবার কটাক্ষ করলেন বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। এছাড়াও শুধু বিজেপি নয় তৃণমূলের নতুন, বাংলা নিজের মেয়েকেই চায়, স্লোগান নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস তথা বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। তিনি বললেন, “করলার যতই নাম দেন না কেন, মিষ্টি কোনদিনও হবে না।”

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস নতুন একটি শ্লোগান নিয়ে মাঠে নেমেছে। বিজেপি স্লোগান তুলেছিল, “নির্বাচনে জয়লাভ করলে বাংলার ভূমি পূত্র বাংলার মুখ্যমন্ত্রী হবেন।” এইবারে তৃণমূল কংগ্রেসের তরফে এই প্রতিশ্রুতির পাল্টা স্লোগান দিয়ে বলা হয়েছে, “বাংলা নিজের মেয়েকেই চায়।” এই নতুন স্লোগান নিয়ে পোস্টার তৈরি হয়ে গিয়েছে দিকে দিকে। দলের তরফে আনুষ্ঠানিকভাবে আজকের স্লোগান এর উদ্বোধন করা হয়েছে।

অন্যদিকে তৃণমূলেরই নতুন স্লোগান পোস্টার নিয়ে বিজেপি সংসদ স্বপন দাশগুপ্ত বলেছেন, “বিজেপি মুখ্যমন্ত্রী মুখ দেয়নি ঠিকই, কিন্তু আমাদের লড়াই ইস্যুভিত্তিক। আমরা সুস্থ সরকার দেব। আমরা দুর্নীতি মুক্ত সর্কার দেব। তৃণমূল তাদের মতো আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারে। তৃণমূল তাদের মত শ্লোগান দিতে পারে। কিন্তু আসল ব্যাপারটা হলো, বর্তমানে বাংলার মানুষ মমতার মুখ আর দেখতে চাইছে না। আমাদের আদর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।”