Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রিসেপশন স্ত্রী শ্বেতাকে চুমু আদিত্যর, ডান্স ফ্লোরে পা মেলালেন নতুন দম্পতি, ভাইরাল ভিডিও

Updated :  Friday, December 4, 2020 10:37 AM

সম্প্রতি ছিল গায়ক উদিত নারায়ণের পুত্র ও উদীয়মান গায়ক আদিত্য নারায়ণ ও তাঁর স্ত্রী অভিনেত্রী শ্বেতা আগরওয়ালের বিয়ের রিসেপশন। রিসেপশনে উপস্থিত ছিলেন বলিউডের অন্যতম অভিনেতা গোবিন্দা সহ অনেক নামীদামি সেলিব্রিটি। আদিত্যর বাবা উদিত নারায়ণ ছিলেন বিন্দাস মুডে। কখনও তিনি নেচেছেন তাঁর স্ত্রী দীপা নারায়ণের সঙ্গে, আবারও কখনও তাঁর ফেভারিট ‘চিচি’ গোবিন্দার সঙ্গে নেচে মাত করে দিয়েছেন ডান্স ফ্লোর। অপরদিকে আদিত্য তাঁর দীর্ঘ দশ বছরের ভালোবাসা শ্বেতাকে নিজের করে পাবার আনন্দে চুম্বন করলেন। পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ল আদিত্য-শ্বেতার নিষ্পাপ ভালোবাসার মুহূর্ত। এরপরেই আদিত্য ও শ্বেতা অন্য সেলেবদের সঙ্গে পা মেলালেন ডান্স ফ্লোরে। করোনা বিধি মেনে মাত্র পঞ্চাশ জন অতিথি নিমন্ত্রিত ছিলেন আদিত্য-শ্বেতার রিসেপশনেও। কিন্তু আদিত্য ও শ্বেতার ঝলমলে উপস্থিতি চারিদিক আলোকিত করে তুলেছিল। সেই সঙ্গেই রিসেপশনের সন্ধ্যায় আদিত্য-শ্বেতার একান্ত মুহূর্ত ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।

আদিত্য-শ্বেতার বিয়েতে যথেষ্ট খুশি তাঁদের দুজনের পরিবার। পয়লা ডিসেম্বর উদিত নারায়ণের জন্মদিনেই মুম্বইয়ের ইস্কন মন্দিরে আদিত্য ও শ্বেতার আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়। স্ত্রী দীপা নারায়ণের সঙ্গে রীতিমত নাচতে নাচতে ‘বারাত’ নিয়ে ইস্কন মন্দিরে উপস্থিত হন উদিত নারায়ণ। আদিত্য ও শ্বেতার বিয়ের কিছু ফটো ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফটোতে দেখা যাচ্ছে, আদিত্যর পরনে রয়েছে অফ হোয়াইট রঙের শেরওয়ানি, তার সাথে মানানসই পাগড়ি ও কুন্দনের গয়না। বিয়ের সাজে ‘কুল’ লুক আনার জন্য আদিত্য চোখে সানগ্লাস পরেছিলেন। আদিত্যর পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছিল শ্বেতার পোশাক। শ্বেতার পরনে ছিল অফ হোয়াইট রঙের লেহেঙ্গা চোলি। তার সাথে মানানসই করে শ্বেতা পরেছিলেন পোলকির গয়না। করোনা বিধি মেনে সম্পন্ন হয় আদিত্য ও শ্বেতার বিয়ে। এই বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র পঞ্চাশ জন অতিথি। রবিবার ছিল মেহেন্দি ও সোমবার ছিল ‘হলদি কি রসম’।

2010 সালে আদিত্য ও শ্বেতা অভিনীত ফিল্ম ‘শাপিত’ মুক্তি পায়। এই ফিল্মটি বক্স অফিসে সাফল্য না পেলেও ফিল্মের সেট থেকে শুরু হয় আদিত্য ও শ্বেতার প্রেম। তবে নিজেদের সম্পর্ককে কোনোদিন স্পটলাইটে নিয়ে আসেননি আদিত্য ও শ্বেতা। আদিত্য নিজের বিয়ের ঘোষণা করার সময় শ্বেতার কথা জানতে পারে মিডিয়া।