Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রেগে গিয়ে বাবা সাইফকে ঘুষি তৈমুরের, নিন্দার ঝড় নেটপাড়ায়

Updated :  Sunday, March 6, 2022 10:09 PM

২০১৬’তে প্রথম মা হন কারিনা কাপুর খান। কারিনা ও সাইফের বড় ছেলে তৈমুর আলি খান। ছোট থেকেই নেটপাড়ার খুদে সেনসেশন সে। নেটদুনিয়ায় তার আলাদাই একটা ফ্যান ফলোয়িং রয়েছে। তৈমুর সংক্রান্ত যেকোন ভিডিও কিংবা ছবি প্রায়ই ভাইরাল হয় নেটদুনিয়ার পাতায়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যার সূত্র ধরে তৈমুর আলি খান নেটদুনিয়ায় ‘বদমেজাজি’র তকমা পেল।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তৈমুর আলি খান কোথাও একটা যাচ্ছে তার বাবা সাইফ আলি খানের সাথে। কিন্তু গাড়িতে ওঠার আগে রীতিমতো রেগে যেতে দেখা গেল ছোট্ট তৈমুরকে। আর সেই দৃশ্যই ধরা পড়েছে পাপারাজিৎদের ক্যামেরায়। আর রবিবার সেই ভিডিও ভাইরাল হতে না হতেই রীতিমতো নিন্দার ঝড় নেটমাধ্যমে। নবাব পরিবারের ছেলেকে রীতিমতো ‘বদমেজাজি’র তকমা দিল গোটা নেটদুনিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বাবা সাইফ আলি খানের সাথে কোথাও একটা যাচ্ছিল তৈমুর। আর তখনই যাওয়ার সময় বাবা সাইফ রীতিমতো খুনসুটি করছিল তার সাথে। আর সেই খুনসুটি করতে গিয়েই ছোট্ট নবাবকে রাগিয়ে দেয় বাবা। আর এরপরেই সেই রাগ ঘুষির আকারে সোজা গিয়ে পরে সাইফ আলি খানের পায়ে। আর সেই মুহূর্তে হাসতে দেখা যাচ্ছিল সাইফকে। তার হাসি দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছিল তিনি খুনসুটি করছিলেন ছেলের সাথে। আর সেই নিয়েই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চর্চিত হলেন তৈমুর।

রবিবার সকাল থেকে এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশ রীতিমতো নিন্দা করেছেন তৈমুর আলি খানের। কেউ কেউ বলেছেন, বেশি আদর পাওয়ার ফল। আবার কেউ সোজাসুজি বদমেজাজি বলে দিয়েছেন তাকে। আবার কেউ কেউ বলেছেন, কারিনা কাপুর খানের মতো তৈমুরের চোখে মুখে ঔদ্ধত্যের ছাপ স্পষ্ট। আবার অনেকে এও বলেছেন, সব বাচ্ছাই এমন কাণ্ড ঘটিয়ে থাকে, এতে অবাক হওয়ার কিছু নেই। একটা পাঁচ বছরের বাচ্ছা সে কোন কারণে বাবার সাথে খুনসুটি করতে গিয়ে রেগে যেতেই পারে। তবে বলাই বাহুল্য, রবিবার সকাল থেকে তৈমুরের এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।