Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাত্র ৮০০০ টাকায় বাড়ি নিয়ে যান Bajaj Platina, থাকবে ABS ব্রেকিং সিস্টেম, মাইলেজ দেবে ৮৪ kmpl

Updated :  Friday, October 6, 2023 2:45 PM

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় বাজাজ কোম্পানিটি। এই কোম্পানিগুলির কম মূল্যের বাইকেও অসাধারণ সমস্ত ফিচার এবং ব্যাপক মাইলেজ পাওয়া যায়। একসময় বাজাজ প্ল্যাটিনা বাইকের জনপ্রিয়তা মন জয় করে নিয়েছিল সমস্ত স্তরের মানুষের।

কম দাম এবং ব্যাপক মাইলেজ এই কম্বিনেশন থাকলেই বুঝে নিতে হবে এই Bajaj Platina এর কথা বলা হচ্ছে। Bajaj Platin 110 ABS বাইকটি ব্যাপক পছন্দ হয় ভারতীয়দের। এই বাইকের এক্স শোরুম মূল্য প্রায় ৭৯ হাজার টাকা। তবে দিল্লিতে এর অন রোড মূল্য ৯৫ হাজার টাকা। এই বাইকে শক্তিশালী ১১৫.৪৫ cc ইঞ্জিন অন্তর্ভুক্ত করা হয়েছে। যার ক্ষমতা সর্বোচ্চ ৮.৬০ bhp শক্তি এবং ৯.৮১ Nm সর্বোচ্চ টর্ক তৈরি করে। এছাড়া আরও ভালো পারফরম্যান্সের জন্য এতে ৫ স্পীড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে। এছাড়াও, আপনি শুনলে অবাক হবেন যে এই বাইক ৮৪ kmpl মাইলেজ দেয়।

আপনি যদি এই বাইক কিনতে চান, অথচ আপনার কাছে পর্যাপ্ত টাকা না থাকে, তাহলে আপনাকে জানাই যে এই বাইক আপনি মাত্র ৮০০০ টাকা খরচ করে বাড়ি নিয়ে যেতে পারবেন। আসলে এই বাইকে ফাইন্যান্স প্ল্যান নিলে আপনাকে ৮০০০ টাকা ডাউন পেমেন্ট করতে হবে। এরপর বাকি ৭৬,৮১৯ টাকা লোন পেয়ে যাবেন। ৯.৭ শতাংশ হারে বার্ষিক সুদ দিতে হবে। আপনি ৩ বছর বা ৩৬ মাসের জন্য ২৪৬৮ টাকা করে মাসে মাসে দিয়ে এই লোন শোধ করে নিতে পারবেন।