প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেট এর সম্রাট মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। বিশ্বকাপ এর পর প্রথমে দু মাসের ছুটি নিয়েছিলেন ধোনি। আপাতত লম্বা ছুটি নিয়েছেন তিনি। ডিসেম্বর মাস পর্যন্ত তাকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না। কবে ধোনিকে নিজ স্ব ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যাবে সেটি নিয়েও কোনো স্পষ্ট উত্তর নেই !
সদ্য বি সি সি আই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কাছে এবেপারে জানতে চাওয়া হলে তিনি জানান যে, ২৪ শে অক্টোবর নির্বাচকদের সাথে প্রথম বৈঠক।ওই বৈঠকে নিশ্চয়ই ধোনিকে নিয়ে কথা উঠবে। আগে দেখতে হবে ধোনি কি চায়! এমনটাও হতে পারে যে ধোনি নিয়ে নির্বাচকদের কাছে নির্দিষ্ট কোনো মেসেজ আছে। সেটা আমি জেনে নিই। সব শুনে নিয়ে নিজের মতামত দেবো। আমার জমানাই ক্রিকেটারই অগ্রাধিকার পাবে।
মহারাজের এহেন গুগলি মন্তব্য যে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এবং ২৩ শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সৌরভ গাঙ্গুলি ও ঠিক তার পরের দিন নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সৌরভ গাঙ্গুলি। তাহলে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ এর ভাগ্য নতুন প্রেসিডেন্ট এর হাতে ঝুলে রয়েছে কি ? এর উত্তর সময়ই দেবে!
এরকম সমস্ত আপডেট পেতে ওপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন