ভারতবার্তা ওয়েবডেস্ক: ৫৭ বছর বয়সেও দারুণ তার স্টান্টে মুগ্ধ হয় দর্শক। হলিউডের বিখ্যাত এই অভিনেতা টম ক্রুজ এবার শ্যুটিং করবেন মহাকাশে। স্ট্যান্টম্যানের সাহায্য ছাড়াই একাধিক সিনেমায় তার স্টান্টের জাদু দেখিয়েছেন তিনি। মারাত্মক ঝুঁকি নিতেও পিছুপা হন না টম, ২০১১ সালে ‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রোটোকল’-এ তাঁর স্টান্ট হোক বা ২০১৫ সালে ‘রুগ নেশন’-এ বিমান থেকে স্টান্ট হোক, সবেতেই চমকে দিয়েছেন দর্শকদের।
এবার তার অভিনয় এবং স্টান্ট এর জাদু আরও অভিনব হতে চলেছে। মহাকাশে রিয়েল লোকেশনে শ্যুট করতে মহাকাশে শ্যুটিং করতে চলেছেন, যার জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন এলোন মাস্কের সঙ্গে। ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের
সাথে টম ক্রুজ এবং মাস্কের বিমান সংস্থা স্পেস এক্সের প্রতিনিধিরা কথাবার্তা বলেছেন বলে জানা গেছে, তবে আদেও এমনটা হবে কিনা তার চূড়ান্ত ভাবে ঠিক হয়নি।
অ্যাকশন অ্যাডভেঞ্চারমূলক এই ছবির নাম এখনও ঠিক হয়নি। ‘ফলআউট’-এর শ্যুটিং চলাকালীন ২০১৮ সালে এক বিল্ডিং থেকে অপর বিল্ডিং লাফাতে গিয়ে আহত হয়েছিলেন টম,সেই সময় গোড়ালিতে ব্যাথা পেয়েছিলেন তিনি, তবু তাকে বিরত রাখা যায়নি স্টান্ট থেকে, আশা করা যাচ্ছে দর্শক দের জন্য মহাকাশে তার দক্ষ স্টান্ট প্রর্দশন করবেন তিনি।