Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মিঠাইকে ছেড়ে এবার তোর্সার সাথে পুষ্পার গানের রিলস বানালেন সোম, হু হু করে ছড়াল ভিডিও

Updated :  Sunday, January 30, 2022 9:52 PM

ধ্রুব সরকার ও তন্বী লাহা রায় দুজনেই টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তন্বী বড়পর্দাতেও একাধিক কাজ করে ফেলেছেন ইতিমধ্যেই। ধ্রুব টেলিভিশন জগতে বহুদিন ধরে একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে চলেছেন। এনারা দুজনেই বর্তমানের তারকা হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ। প্রায় রোজই একাধিক পোস্ট শেয়ার করে থাকেন তারা। খুব স্বাভাবিক ভাবেই তাদের অনুরাগীদের মাঝে সেই পোস্ট ভাইরালও হয়। একই ধারাবাহিকে অভিনয় করার সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের মাঝে মাঝেই দেখা মেলে একসাথে। সম্প্রতি একটি ইনস্টারিল বানিয়ে নেটমাধ্যমের পাতায় রীতিমতো ভাইরাল হয়েছেন এই দুই তারকা।

২০২১’এর শেষের দিকে ‘পুষ্পা: দ্যা রাইজ’ বড়পর্দায় মুক্তি পেয়েছে। একাধিক ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। একাধিক ভাষায় মুক্তি পাওয়ার দরুন এই ছবি মানুষের মাঝে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে নেটমাধ্যমে এই ছবির প্রতিটা গান রীতিমতো ট্রেন্ডিং-এ রয়েছে। তারকা থেকে সাধারণ সকলেই এই ছবির গানের সাথে বানাচ্ছেন একাধিক রিল ভিডিও, বাদ থাকছেন না কেউই। সম্প্রতি এই ছবির আইটেম নম্বর ‘ও সোলরিয়া, ও ও সোলরিয়া’র সাথে ধ্রুব ও তন্বী বানিয়েছেন রিল ভিডিও, এই মুহূর্তে তাদের অনুরাগীদের মাঝে এবং নেটনাগরিকদের মধ্যে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনার অভিনয় নজর কেড়েছে সকলেরই। আর এই ছবিতেই প্রথমবারের জন্য দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী সামান্থা-রুথ-প্রভুকে আইটেম নম্বরে নাচতে দেখা গিয়েছে। তার এই নাচের ভিডিওটি এই মুহূর্তে গোটা বিশ্বে ট্রেন্ডিং।

সম্প্রতি মিঠাই ধারাবাহিকের চরিত্রের সাজেই পর্দার সোম ও তোর্সা পুষ্পার আইটেম নম্বর ‘ও সোলরিয়া, ও ও সোলরিয়া’র সাথে বানিয়েছেন রিল ভিডিও। শুটিংয়ের ফাঁকেই চরিত্রের সাজে এই দুই অভিনেতা-অভিনেত্রী বানিয়েছেন এই ভিডিও, যা এই মুহূর্তে নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। জি বাংলার অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকেও এই রিল ভিডিওটি শেয়ার করা হয়েছে। এছাড়াও এই দুই অভিনেতা অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও শেয়ার করেছেন এই ভিডিওটি। তারকা থেকে শুরু করে সাধারণ সকলেই ভিডিওটির মাধ্যমে ভালোবাসা জানিয়েছেন তাদের। বলাই বাহুল্য, এই রিল ভিডিওটি রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের।