Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘হয় জিতব না হলে মমতার বাড়ির সামনে থাকবে ডেডবডি, ঘোষণা তৃণমূলের এই প্রার্থীর

Updated :  Saturday, March 6, 2021 9:17 PM

বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে তৃণমূলের। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রচার পর্ব। সকলেই চাইছে যাতে ভালোভাবে এই নির্বাচনে সাফল্য লাভ করা যায়। কিন্তু রাজারহাট নিউটাউন কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় কিছুটা আলাদাভাবে নিজের প্রচার শুরু করছেন। তিনি এ দিন ঘোষণা করে দিলেন তিনি আগামী নির্বাচনে জয়লাভ করবেন না হলে তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে হত্যা করবেন।

শুক্রবার তৃণমূল নেত্রী দলের প্রার্থী তালিকা ঘোষণা করার পরই অনুগামীদের নিয়ে প্রচার শুরু করে দিলেন তাপস চট্টোপাধ্যায়। শনিবার সকালে তাপস চ্যাটার্জি দাবি করলেন, তিনি রাজারহাট নিউটাউন কেন্দ্রে জিতছেন এবং এই ব্যাপারে তিনি ১০০% নিশ্চিত। এছাড়াও বলে দিলেন যদি ২ তারিখে তিনি না জিততে পারেন তাহলে ৩ তারিখ মমতা ব্যানার্জির বাড়ির সামনে তিনি তার ডেডবডি রেখে দেবেন।

তাপস চট্টোপাধ্যায় আরো বলেন, “আমি তৃণমূলের একজন প্রার্থী। আমি মাটির ছেলে। আমি সল্টলেকের বাসিন্দা নয় কিন্তু আমি এখানে জন্মেছি এবং বড় হয়েছি। এবারের ভোটে বহিরাগতদের আমরা বাংলা শাসন করতে দেবো না। বাংলার মানুষ গুজরাতের মানুষদের আটকে দেবে।”

রাজারহাট গোপালপুর এবং সল্টলেক এলাকায় বেশ জনপ্রিয় তাপস চট্টোপাধ্যায়। রাজারহাট গোপালপুর পৌরসভার টানা তিনবার চেয়ারম্যান থেকেছেন তাপস চট্টোপাধ্যায়। এ ছাড়াও বহু মানুষের নানা প্রয়োজনে তিনি পাশে দাঁড়িয়েছেন বহুবার। গরিব মানুষকে আর্থিক সাহায্যের পাশাপাশি ক্রীড়াপ্রেমী হিসেবেও তিনি অত্যন্ত জনপ্রিয় এলাকায়। এককালে সুভাষ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তাপস চট্টোপাধ্যায়। ২০১৫ সালে বাম শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করেন এই নেতা। তারপর থেকেই তৃণমূলের একজন সদস্য হিসেবে তাকে দেখা যাচ্ছে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় এবারে তাকে রাজারহাট নিউটাউন বিধানসভার গুরু দায়িত্ব দিয়েছেন। তাই নিজের নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে ভোটের কাজে ঝাঁপিয়ে পড়লেন তাপস চট্টোপাধ্যায়।