Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Tasnia Farin: প্রকাশ্য রাস্তায় ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন তাসনিয়া ফারিণ

Updated :  Monday, June 12, 2023 1:28 PM

তাসনিয়া ফারিণ নামটা বর্তমান প্রজন্মের কাছে খুব একটা অপরিচিত নয়। এপার বাংলা হোক কিংবা ওপার বাংলা, প্রথম সারির তরুণ অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো গায়িকাও তাসনিয়া। ইতিমধ্যেই দুই বাংলাতে নিজের অভিনয় জীবনের খাতা খুলে ফেলেছেন তিনি। তার অভিনয় দক্ষতা টেক্কা দিতে সক্ষম একাধিক পরিচিত শিল্পীদেরও। তবে এই মুহূর্তে বিচলিত অবস্থাতেই ফেসবুক লাইভে দেখা মিলেছে তার! কি হয়েছে অভিনেত্রীর? কেন এত বিচলিত তিনি?

দুদিন আগেই ফেসবুক লাইভে বিচলিত অবস্থায় হাজির হয়েছিলেন তাসনিয়া ফারিণ। হন্যে হয়ে কাউকে একটা খুঁজে বেড়াচ্ছিলেন তিনি। একেবারে সাধারণ পোশাকে রাস্তার মাঝে দাঁড়িয়েই নিজের বোনকে খুঁজে না পাওয়ার কথা জানাচ্ছিলেন অভিনেত্রী। কান্নায় গলা ভারি হয়েছিল তার। তবে শুরুতে হঠাৎ অভিনেত্রীর এমন লাইভের মানে বুঝতে পারেননি অনেকেই। তবে লাইভ যত এগিয়েছে পরিষ্কার হয়েছে সবটা। এদিন তিনি লাইভে এও জানিয়েছিলেন, তার বোনকে তিনি খুঁজে পান কিনা! সেকথা জানতে তার অফিসিয়াল পেজেই নজর রাখতে হবে।

ওপার বাংলার এই অভিনেত্রী নিজের আসন্ন নতুন কোন কাজের সূত্রেই এই লাইভ ভিডিওটি বানিয়েছিলেন, সেকথা তার এই ৩’মিনিট ৯’সেকেন্ডের ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। এটি যে তিনি তার আসন্ন কাজের প্রচারের স্বার্থেই বানিয়েছিলেন, তা আপাতত বুঝতে বাকি নেই কারোরই। উল্লেখ্য, ঈদ উপলক্ষেই রুবেল হাসান পরিচালিত ‘নিকষ’ মুক্তি পেতে চলেছে। আর এই ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। ‘দীপ্ত প্লে’তেই মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যেই ছবিতে অভিনেত্রীর লুক কেমন হতে চলেছে! তা শেয়ার করে নিয়েছেন তিনি নিজেই। শেয়ার করেছেন আসন্ন ছবির পোস্টারও। আপাতত, তার এই আসন্ন কাজের অপেক্ষাতেই তার দুই বাংলার ভক্তরা।

২০২৩’এর ৩’রা ফেব্রুয়ারি অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ মুক্তি পেয়েছিল। এই ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, অনিন্দিতা বোসের মতো দক্ষ তারকাদের সাথে কাজ করেছেন তাসনিয়া। ছবি মুক্তির আগে থেকেই মিডিয়ার পাশাপাশি দর্শকদের মাঝেও অভিনেত্রীকে নিয়ে উন্মাদনা দেখা দিয়েছিল। সেই উন্মাদনা বেড়ে যায় ছবি মুক্তির পরই। বলাই বাহুল্য, ওপার বাংলার অভিনেত্রীর অভিনয় মুগ্ধ করেছে সিনেমাপ্রেমীদের একাংশকে। আর সেই রেস কাটতে না কাটতেই ‘নিকষ’ নিয়ে হাজির অভিনেত্রী।