২৬ কিলোমিটার মাইলেজ, ৮ লাখেরও কম দামে কিনুন এই দামদার গাড়ি – CAR NEWS
কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে গাড়িটি প্রতি কেজি গ্যাসে ২৬ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে।
জ্বালানি তেলের উর্ধ্বমূলের কারণে যখন ভারতের সাধারণ মানুষ পেট্রোল অথবা ডিজেল চালিত গাড়ি কিনতে ভয় পাচ্ছেন, ঠিক তখনই টাটা মোটরস হাঁটছে অন্য পথে। সবাইকে অবাক করে দিয়ে সিএনজি গাড়ি নির্মাণের দিকে বিশেষভাবে মনোযোগ দিয়েছে রতন টাটার এই সংস্থাটি। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, সিএনজি গাড়িতে বুট স্পেস কম থাকা একটি সমস্যা। কিন্তু গাড়ি প্রেমীদের এই সমস্যা নিয়ে বিগত কয়েক বছর ধরে কাজ করেছে টাটা মোটরস। অবশেষে সেই সমস্যার সমাধান নিয়ে ভারতের বাজারে নতুন সিএনজি গাড়ি আনতে চলেছে সংস্থাটি।
আমরা আপনাদের বলে রাখি, টাটা মোটরস বুট স্পেস নিয়ে একটি বড় উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে। এবার থেকে গাড়িতে একটি বৃহৎ সিলিন্ডারের বদলে দুটি ছোট সিলিন্ডার ব্যবহার করবে টাটা। যার কারনে গাড়ি প্রেমীদের বিশেষ এই সমস্যা সমাধান ঘটবে খুব সহজেই।
উল্লেখ্য, টাটা তাদের দামদার গাড়ি Tata Altroz CNG-তে 30-30 লিটারের দুটি সিলিন্ডার ব্যবহার করেছে। কোম্পানির দাবি, এই প্রথম একটি গাড়িতে দুটি সিলিন্ডার দেওয়া হচ্ছে। যা গ্রাহকদের এই বিশেষ সমস্যা সমাধান করবে।
যদি দুর্দান্ত এই গাড়িটির অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে গাড়িটি প্রতি কেজি গ্যাসে ২৬ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। তাছাড়া এই স্টাইলিশ গাড়িটিতে ৭.০ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। গাড়িটিতে স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রণ মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল রয়েছে। তাছাড়া গাড়িটিতে ১.২ লিটারের ডাবল জ্বালানি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদি ৫ সিটারের এই গাড়ির বিক্রয় মূল্যের কথা বলি, তবে আপনি মাত্র ৭.৫৫ লাখ টাকায় গাড়িটি ক্রয় করতে পারবেন।