টেক বার্তা

Baleno-কে টক্কর দেবে টাটার এই গাড়ি, মাত্র ৬.৯ লাখ টাকা মূল্যে পাওয়া যাবে, ফিচার দেখে চমকে যাবে মারুতি

ভারতের বাজারে মারুতি বনাম টাটা দ্বন্দ্বটা অনেকদিনের

Advertisement

Maruti Suzuki Baleno এই মুহূর্তে ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া হ্যাচব্যাক গাড়ি গুলির মধ্যে একটি। ভারতের বাজারে এই গাড়িটির একটা আলাদা ডিমান্ড রয়েছে। SUV গাড়ির থেকেও বেশি জনপ্রিয় এই গাড়িটি। তবে সম্প্রতি, এই কোম্পানিটি Baleno ছাড়াও আরো একটি suv গাড়ি পেশ করেছে ভারতের মার্কেটে যার নাম দেওয়া হয়েছে Fronx। এই গাড়িটি ভারতের বাজারে ইতিমধ্যেই জনপ্রিয়তা পেতে শুরু করেছে। টাটা মোটরসের সঙ্গেও প্রতিযোগিতা অনেকটাই বেড়েছে। সম্প্রতি টাটা মোটরস তার Altroz হ্যাচব্যাক গাড়িটির দুটি নতুন প্রিমিয়াম ভেরিয়েন্ট নিয়ে এসেছে। এর মধ্যে XM ট্রিমের দাম ৬.৯০ লক্ষ্য টাকা থেকে শুরু হচ্ছে এবং XM (S) ট্রিমের দাম ৭.৩৫ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। দুটি দামই কিন্তু এক্স শোরুম দাম। এই গাড়ির দুটি টপ ভেরিয়েন্টের আরও অত্যাধুনিক ফিচার আপনি পাবেন। এগুলির মধ্যে অন্যতম হলো বৈদ্যুতিক সান রূফ।

নতুন টাটা Altroz গাড়ির মাধ্যমে কোম্পানির লক্ষ্য গ্রাহকদের কাছে আরো ভালো একটা পরিসর পৌঁছে দেওয়া। এই মুহূর্তে এই গাড়ির বাজারে একটা ডিমান্ড রয়েছে। তাই সেই জায়গায় যদি কম দামে ভালো জিনিস দেওয়া যায়, মানুষ অবশ্যই কিনবেন। এই গাড়ির ডিজাইন অত্যন্ত সুন্দর। ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত ১.২ লিটার রিভোট্রন পেট্রল ইন্জিনের সাথে নতুন ভেরিয়েন্ট আপনি সহজেই পেতে পারেন। অন্যান্য বৈশিষ্ট্যের ক্ষেত্রে, এই গাড়িতে হাইট এডজাস্টেবল ড্রাইভার সিট রয়েছে, স্টিয়ারিং কন্ট্রোল এই গাড়িটির অন্যান্য গাড়ির তুলনায় ভালো। ORVM সিস্টেম রয়েছে যা বৈদ্যুতিকভাবে কন্ট্রোল করা যেতে পারে। এর পাশাপাশি কভার সহ ১৬ ইঞ্চি চাকা পাওয়া যাবে এই গাড়িতে।

টাটা জানাচ্ছে, গ্রাহকরা কোম্পানির আনুষঙ্গিক ক্যাটালগ থেকে একটি বড় ইনফোটেইনমেন্ট সিস্টেম বেছে নিতে পারবেন। তবে XM ভেরিয়ান্টে পরিবর্তন না হলেও অন্যান্য ভেরিয়ান্টে পরিবর্তন নিয়ে এসেছে কোম্পানিটি। Tata ALTROZ গাড়ির সমস্ত ভেরিয়েন্টগুলি পাওয়ার উইন্ডো সহযোগে আসছে। তার সাথেই এই গাড়িতে কি-লেস এন্ট্রির সুবিধা পাওয়া যাবে।

Related Articles

Back to top button