Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাত্র ১৭ হাজারে টাটার ই-স্কুটার! মিলবে ২০০ কিমি রেঞ্জ ও ৫৫ কিমি/ঘণ্টা স্পিড

Updated :  Saturday, August 30, 2025 1:24 PM

ভারতের ইলেকট্রিক দুই-চাকার বাজারে নতুন চমক দিল টাটা কোম্পানি। বাজেট-ফ্রেন্ডলি একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হয়েছে, যার দাম মাত্র ১৭,০০০ থেকে শুরু। ফলে এটি দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার হয়ে উঠেছে। বিশেষ করে সাধারণ পরিবারের জন্য সহজলভ্য এই মডেলটি ইতিমধ্যেই বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আধুনিক লুক ও ডিজাইন

টাটা ইলেকট্রিক স্কুটারকে একেবারেই আধুনিক ও স্টাইলিশ লুক দেওয়া হয়েছে। এর এয়ারোডাইনামিক বডি শুধু যুবক-যুবতী নয়, ফ্যামিলি ইউজারদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠছে। সামনে LED হেডলাইট ও DRLs, পিছনে LED টেল লাইট ও ইন্ডিকেটর—সব মিলিয়ে স্কুটারের প্রিমিয়াম ফিল একেবারেই নজর কাড়ছে। আরামদায়ক সিট ও বড় ফুটবোর্ড দীর্ঘ রাইডের জন্য উপযুক্ত করে তুলেছে এটিকে।

ফিচার সমৃদ্ধ স্কুটার

এত কম দামের মধ্যেও টাটা তাদের এই স্কুটারে একাধিক স্মার্ট ফিচার দিয়েছে। এর মধ্যে রয়েছে—

  • ডিজিটাল কনসোল (স্পিডোমিটার, ওডোমিটার, ব্যাটারি স্ট্যাটাস)
  • ব্লুটুথ কানেক্টিভিটি (কল ও SMS অ্যালার্ট)
  • USB চার্জিং পোর্ট ও নেভিগেশন সাপোর্ট
  • লো ব্যাটারি ইন্ডিকেটর ও পাস সুইচ
  • অ্যান্টি-থেফ্ট অ্যালার্ম ও স্মার্ট কি সিস্টেম

ব্যাটারি, রেঞ্জ ও স্পিড

স্কুটারটিতে রয়েছে শক্তিশালী লি-আয়ন ব্যাটারি, যা ২০০ কিমি পর্যন্ত রেঞ্জ অফার করে। মাত্র ৪ ঘণ্টায় ফুল চার্জ হয়ে যায় এটি। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কিমি হওয়ায় শহর ও গ্রামে সমানভাবে ব্যবহারযোগ্য।

সাসপেনশন ও ব্রেকিং সিস্টেম

টাটার এই স্কুটারে ফ্রন্টে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং রিয়ারে ডুয়াল শক অ্যাবজরবার দেওয়া হয়েছে। এর ফলে খারাপ রাস্তা বা অসমতল জায়গাতেও আরামদায়ক রাইড পাওয়া সম্ভব। নিরাপত্তার জন্য ফ্রন্টে ডিস্ক ও রিয়ারে ড্রাম ব্রেকের কম্বিনেশন রাখা হয়েছে।

দাম ও ফাইন্যান্স প্ল্যান

ভারতীয় বাজারে এই স্কুটারের দাম শুরু হচ্ছে ১৭,০০০ থেকে। টাটার দাবি, সাধারণ পরিবারের জন্য এটি সবচেয়ে বাজেট-ফ্রেন্ডলি ইলেকট্রিক স্কুটার। ফাইন্যান্সিং অপশনও থাকায় সহজ কিস্তিতে কেনা যাবে মডেলটি।