টেক বার্তা

Tata Motors ভারতে আনছে মাল্টি ইউটিলিটি গাড়ি Winger, একসাথে বসতে পারবেন ১৫ জন

Tata Winger এর এক্স শোরুম মূল্য হবে প্রায় ৪ লাখ টাকা

Advertisement

ভারতের অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে দেশীয় কোম্পানি টাটা মোটরস। আসলে বর্তমানে টাটা মোটরস তাদের গ্রাহকদের প্রয়োজনের কথা ভেবে গ্রাহকদের পছন্দমত প্রোডাক্ট বাজারে আনছে। সেই সাথে দেশীয় কোম্পানি হওয়ায় বিদেশি কোম্পানির থেকে এই টাটার গাড়ির দাম অনেকটাই কম। তাই এককথায় এখন বেশ চর্চায় রয়েছে এই টাটা মোটরস। আগের বছর থেকেই একের পর এক নতুন দুর্দান্ত গাড়ি বাজারে আনছে এই কোম্পানি। সম্প্রতি তারা ভারতীয় বাজারে একটি গাড়ি লঞ্চ করেছে যা পছন্দ হতে পারে অনেক গ্রাহকের। বিস্তারে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

টাটা মোটরস ভারতের বাজারে তাদের যে নতুন গাড়ি লঞ্চ করেছে তার নাম Tata Winger। এর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো এই গাড়িতে একসাথে ১৫ জন বসে খুব সহজেই যাতায়াত করতে পারবেন। এর পাশাপাশি গাড়ির আরেক ইউএসপি হলো এটি প্রচন্ড শক্তিশালী গাড়ি যা রাস্তায় রকেটের মতো দৌড়াতে পারবে। এছাড়া কোম্পানি গাড়িটির দাম খুব একটা বেশি নির্ধারিত করেনি যার জন্য অনেকেই এই গাড়ি কিনতে পারবেন। এই Tata Winger এর এক্স শোরুম মূল্য ৪ লাখ টাকা মাত্র।

এরপর আসা যাক গাড়িটি স্পেসিফিকেশন সম্বন্ধে। এই Tata Winger গাড়িতে BS6 ২.২ লিটারের DiCOR ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ব্যাপক টর্ক উৎপন্ন করতে পারে। এছাড়া এই ইঞ্জিন ভালো মাইলেজ দেবে। গাড়িতে থাকবে ইকো সুইচ ও গিয়ার শিফট অ্যাসিস্ট্যান্ট। এই গাড়ি খাঁড়া ঢালে বা ফ্লাইওভারে অত্যন্ত সহজে উড়তে সক্ষম কারণ এই সর্বোত্তম আহরণ ক্ষমতা ২৫.৪% ক্লাস গ্রেডিয়েন্ট। এই গাড়িতে আরামদায়ক যাত্রার জন্য অ্যান্টি রোল বার কাঠামো এবং হাইড্রলিক শক এবজরবার সহ ফ্রি ফ্রন্ট সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এছাড়াও গাড়িতে রয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম।

এই গাড়ি প্রসঙ্গে টাটা মোটরস কার্যনির্বাহী সভাপতি সিদ্ধার্থ রানা বলেছেন যে গত কয়েক দশক ধরে টাটা মোটরস সফলভাবে বাজারে মানুষের প্রয়োজন অনুযায়ী সেরা গাড়ি সরবরাহ করে আসছে। এই টাটা উইঙ্গার নেপালের বাজারে প্রচুর ব্যবহৃত হয় মাল্টি ইউটিলিটি গাড়ি হিসেবে। ভারতের বাজারেও এই গাড়ি ব্যাপক সাফল্য পাবে বলেই আশা রাখা যায়।

Related Articles

Back to top button