Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাজারে আসছে TATA NANO ইলেকট্রিক গাড়ি, এবার অশনি সংকেত মারুতি সুজুকির জন্য

Updated :  Monday, July 31, 2023 5:05 PM

ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ির মার্কেটে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে একটি নতুন ইলেকট্রিক গাড়ি। এই গাড়িটি রতন টাটার অত্যন্ত পছন্দেরও বটে। গাড়িটি আদতে টাটা ন্যানো ইলেকট্রিক ভেহিকেল। দীর্ঘদিন পরে নতুন অবতারে বাজারে আসতে চলেছে টাটা ন্যানো। রতন টাটাও নিজে পরীক্ষামূলকভাবে এই গাড়িটি ব্যবহার করেছেন বলে জানা যাচ্ছে। তবে আগের মতোই এই গাড়িটা হবে বাজেট বান্ধব। অনেকের ধারণা টাটা ন্যানোর নতুন ভার্সন লঞ্চ হলে জোর ধাক্কা খাবে মারুতি সুজুকি। বিভিন্ন বিলাসবহুল ফিচার নিয়ে ৩০০ কিলোমিটার রেঞ্জ সহ বাজারে আসতে চলেছে টাটা ন্যানোর নতুন ইলেকট্রিক ভার্সন। অনেক বেশি আরামদায়ক এই গাড়িটি ভারতের বাজারে মারুতি সুজুকির সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হতে চলেছে বলে মনে করছেন অনেকে। যদিও টাটা ন্যানোর ইলেকট্রিক ভার্সন সম্পর্কে কোম্পানি তরফ থেকে এখনো পর্যন্ত কোন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

অনেকে মনে করছেন এই গাড়িটি ৫ লক্ষ টাকার কমেই পাওয়া যেতে পারে। মূলত মধ্যবিত্তের জন্য এই গাড়িটি তৈরি হতে চলেছে। যখন প্রথমবার ভারতের বাজারে টাটা ন্যানো এসেছিল সেই সময় এই গাড়িটির দাম ছিল মাত্র এক লক্ষ টাকা। তারপরে বেশ কিছু ফিচার পরিবর্তনের মাধ্যমে এবার নতুন ভাবে বাজারে আসতে চলেছে টাটা ন্যানো। নতুন গাড়িতেও বেশ কিছুটা বদল হবে বলে মনে করা হচ্ছে। অনেক কিছু ফিচার যুক্ত হবে বলে মনে করছেন অনেকে। এই নতুন গাড়িতে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে সহ ৭ ইঞ্চি টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিসটেম থাকতে পারে। এছাড়াও ব্লুটুথ এবং ইন্টারনেট কানেক্টিভিটি, পাওয়ার উইন্ডো, ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং, রিমোট লকিং এর মত বেশ কিছু নতুন ফিচার থাকবে এই গাড়িতে।

টাটার এই নতুন গাড়িতে থাকবে লিথিয়াম আয়ন ব্যাটারি। ১৯ কিলোওয়াট ব্যাটারি দ্বারা চালিত হবে এই নতুন ইলেকট্রিক গাড়িটি। এর রেঞ্জ মোটামুটি ২৫০ থেকে ৩০০ কিলোমিটার হতে পারে বলে মনে করা হচ্ছে। টাটা ন্যানো বৈদ্যুতিক গাড়ির দ্বিতীয় ব্যাটারি প্যাক ২৪ কিলোওয়াট এর হতে পারে। ৩১৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করতে পারে এই ব্যাটারি প্যাক। তবে যদি এই রেঞ্জ মাত্র ৫ লক্ষ টাকার কমে পাওয়া যায় তাহলে, অবশ্যই মারুতি সুজুকি থেকে অনেক ভালো গাড়ি হতে চলেছে টাটা ন্যানো ইলেকট্রিক ভেহিকেল