মাত্র ১ লাখ টাকা দিয়েই কিনে ফেলুন টাটা কোম্পানির এই এসইউভি গাড়ি, ফিচারের দিক থেকে সত্যিই দারুন
টাটা কোম্পানির এই Tata Punch গাড়িটি আপনি মাত্র ১ লাখ টাকা ডাউন পেমেন্ট করেই কিনে নিতে পারেন
টাটা মোটরস এই মুহূর্তে হয়ে উঠেছে ভারতীয় বাজারের সবথেকে বড় গাড়ি নির্মাতা কোম্পানি। সম্প্রতি তাদের গাড়িগুলি ভারতীয় বাজারে দারুণভাবে ব্যবসা করতে শুরু করে দিয়েছে। সম্প্রতি এই কোম্পানি তাদের একটি দুর্দান্ত গাড়ি মার্কেটে করে দিয়েছিল লঞ্চ। এই গাড়িটির নাম দেওয়া হয়েছে টাটা পাঞ্চ এবং টাটা মনে করছে এই গাড়িটি হয়ে উঠতে চলেছে ভারতের সবথেকে সস্তা এসইউভি গাড়ি। আপনারা যারা এসইউভি গাড়ি ব্যবহার করতে পছন্দ করেন, কিন্তু সেই গাড়িগুলির দাম দেখে অনেকটা পিছিয়ে যান তাদের জন্য এই গাড়ি নিয়ে এসেছে টাটা মোটরস। এই গাড়িটির দাম মাত্র ৬ লক্ষ টাকা। তবে এই মুহূর্তে আপনি মাত্র ১ লাখ টাকা দিয়ে এই গাড়িটি কিনে ফেলতে পারবেন এবং নিজের বাড়িতে নিয়ে আসতে পারবেন।
আপনাদের জানিয়ে রাখি, টাটা মোটরস তাদের এই মাইক্রো এসইউভি গাড়িটিকে সর্বমোট চারটি ট্রিম লেভেলের সাথে ৭টি আলাদা আলাদা বিকল্পে পেশ করেছে। এই গাড়িগুলির দাম ৫.৪৯ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে এবং সর্বাধিক ৯.০৯ লক্ষ টাকার মধ্যে এই গাড়ি আপনারা কিনতে পারবেন। এই গাড়িতে ১১৯৯ সিসি পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে। এই গাড়ির সাথে ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন টেকনোলজি দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করছে, এই গাড়ি আপনাকে ১৮.৯৭ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে।
আপনাদের জানিয়ে রাখি, ৫.৫ লক্ষ টাকার এই গাড়িটিকে আপনি মাত্র ১ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করে বাড়িতে নিয়ে আসতে পারেন। এরপরে আপনি টাটা পাঞ্চের বেস মডেলের উপর ৫,০২,৭৬৬ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন। যদি আপনার ব্যাংকের সুদের হার ৯.৮ শতাংশ হয়ে থাকে তাহলে আপনাকে প্রতি মাসে ১০,৬৩৩ টাকা করে ইএমআই দিতে হবে। সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত আপনি ইএমআই গ্রহণ করতে পারেন। এবং আপনাকে সুদ দিতে হবে সর্বমোট ১,৩৫,২১৪ টাকা।