সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে টানা ব্যর্থতার পর এমনিতেই ভারতীয় দলে রোহিত শর্মার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তো বটেই, ব্যাট হাতে ভারতীয় প্রিমিয়ার লিগের আসরেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যার ফলশ্রুতিতে বিগত কয়েক মাস ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে সুযোগ পাচ্ছেন না তিনি। এমনকি অধিনায়কত্ব হয়েছে হাতছাড়া। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৬ বছর বয়সী রোহিত শর্মার ক্যারিয়ার যে আর বেশি লম্বা হবে না, সে কথা নিশ্চিত।
এমনিতেই ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মাটিতে আয়োজিত হতে চলা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তরুণ ক্রিকেটার সম্মিলিত দল নির্বাচন করতে ব্যস্ত হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, ৩৬ বছর বয়সী রোহিত শর্মা সেই দল থেকে ছাটাই হতে পারেন। তবে রোহিত শর্মার বিকল্প হিসেবে ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান কে হবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে আমরা আমাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতীয় দলে এমন একজন তরুণ বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছেন যিনি রোহিত শর্মার যোগ্য উত্তরসূরী হতে পারেন।
আজ্ঞে হ্যাঁ, শুধু ওপেনার হিসেবে নয় বরং দলের প্রয়োজনে যেকোনো ব্যাটিং অর্ডারে বিধ্বংসী ব্যাটিং করতে পারেন তরুণ ক্রিকেটার সঞ্জু স্যামসন। শুধু তাই নয়, ভারতীয় দলে জায়গা পেলে উইকেট রক্ষক হিসেবেও দায়িত্ব পালন করতে পারেন তিনি। ফলে এক ক্রিকেটারের মাধ্যমে দুটি বিকল্প পাবে টিম ইন্ডিয়া। আমরা আপনাদের জানিয়ে রাখি, সঞ্জু স্যামসন এমন একজন শক্তিশালী ব্যাটসম্যান, যিনি শুরু থেকেই বোলারদের রিমান্ডে নিতে পারেন। বল পিটিয়ে পুরনো করে অনায়াসে চার ছক্কা মারাই তার কাজ। যদি ভারতীয় এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পর্কে বলি, তবে সঞ্জু স্যামসন ১১ ওয়ানডেতে ৩৩০ রান এবং ১৭ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৩০১ রান করেছেন।