IPL-এ বিধ্বংসী পারফরম্যান্স করা ৪ ক্রিকেটারের দিকে প্রোটিয়া সিরিজে নজর থাকবে টিম ইন্ডিয়ার!
অধিকাংশ নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ২০২২ আইপিএলে বিধ্বংসী পারফরম্যান্স করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেসব ভারতীয় ক্রিকেটের মাঠে নামতে চলেছে তাদের দিকে নজর থাকবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের।
সদ্যসমাপ্ত আইপিএলের মেগা আসরের সমাপ্তি হতেই আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে জটিল অংকের সমাধান করতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ৯ জুন থেকে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে উক্ত সিরিজ উপলক্ষে স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
যেখানে ভারতের একাধিক তারকা ক্রিকেটার বাদ পড়েছেন। অধিকাংশ নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ২০২২ আইপিএলে বিধ্বংসী পারফরম্যান্স করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেসব ভারতীয় ক্রিকেটের মাঠে নামতে চলেছে তাদের দিকে নজর থাকবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। চলুন দেখে নেওয়া যাক করা রয়েছেন এই সংক্ষিপ্ত তালিকায়-
১. কে এল রাহুল: আইপিএলে দুর্দান্ত ছন্দে ছিলেন কে এল রাহুল। তার পরিপ্রেক্ষিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের নেতা হয়েছেন তিনি। ওপেনিং ব্যাটসম্যান কেএল রাহুল ২০২২ আইপিএল-এ ৫১.৩৩ গড়ে এবং ১৩৫.৩৮ স্ট্রাইক রেটে ৬১৬ রান করেছেন। আসন্ন সিরিজে তার নেতৃত্বে ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
২. দীনেশ কার্তিক: আইপিএলের মেগা আসরে বিধ্বংসী পারফরম্যান্স করে দীর্ঘ কয়েক বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করতে চলেছে দীনেশ কার্তিক। আইপিএলে ব্যাট হাতে হোক কিংবা গ্লাভস হাতে, সদা প্রাণবন্ত দেখা গেছে দিনেশ কার্তিককে। ১৮৩ স্ট্রাইক-রেটে আইপিএলের ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’ পুরষ্কার জিতে নেওয়া দীনেশ কার্তিকের গায়ে ‘ফিনিশার’ ট্যাগও পড়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজে তার পারফরমেন্স বিশ্বকাপেও প্রভাব ফেলবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
৩. হার্দিক পান্ডিয়া: আইপিএলের মেগা আসরে যেন নিজেকে অন্য ভাবে উপস্থাপন করেছেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে হোক কিংবা বল হাতে অথবা দলকে নেতৃত্ব দিয়ে প্রভাবিত করেছেন তিনি। দলের হয়ে সর্বাধিক রান সংগ্রহের পাশাপাশি বল হাতে আট উইকেট করেছেন তিনি। ভারতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে অন্য দক্ষিণ আফ্রিকা সিরিজ হতে পারে তার জন্য সেরা হাতিয়ার।
৪. উমরান মালিক: ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল প্রতিভা হিসেবে আত্মপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের পেসার উমরান মালিক। পুরো ম্যাচ জুড়ে ১৫০+ গতিতে বোলিং করে দল নির্বাচকদের দলে নিতে বাধ্য করেছেন তিনি। আইপিএলের মেগা আসরে ২১ উইকেটের পাশাপাশি একাধিক রেকর্ড গড়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সিরিজে তার পারফরমেন্স বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ লিখতে পারে।