খেলাক্রিকেট

ফিনিশার হিসেবে তবে কি সূর্য কুমার যাদবই ভরসা? বড় মন্তব্য দ্রাবিড়ের – ODI WORLD CUP 2023

সূর্য কুমার যাদব অত্যন্ত প্রতিভাবান একজন ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে একাধিক শর্ট উদ্ভাবন করেছেন তিনি।

Advertisement

অবশেষে সূর্য কুমার যাদবকে নিয়ে বড় মন্তব্য করলেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। আগামী ৮ই অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার পূর্বে ভারতীয় দলের কোচের এমন মন্তব্য সূর্য কুমার যাদবের ভাগ্য পরিবর্তন করতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আজ্ঞে হ্যাঁ, আগামীকাল শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার পূর্বে ভারতীয় দলের ফিনিশার নিয়ে বড় মন্তব্য করেছেন রাহুল দ্রাবিড়।

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০১১-২০১৯ সাল পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের ফিনিশার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে মহেন্দ্র সিং ধোনির অবসরের পর একদিনের ক্রিকেটে ফিনিশারের ভূমিকায় যথোপযুক্ত পারফরমেন্স করতে পারছেন না কোন ক্রিকেটার। ফলে, বিশ্বকাপ হোক কিংবা দুই দেশীয় সিরিজ, ভারতীয় দলের এই গুরুত্বপূর্ণ স্থানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারছেন না কোন ব্যাটসম্যান।

এদিকে, ওডিআই বিশ্বকাপ ২০২৩ উপলক্ষে ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা হতেই দেখা গেছে, সেখানে জায়গা পেয়েছেন ভারতের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। তবে তিনি দলের কোন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাটিং করবেন তা নিয়ে রয়েছে জল্পনা। তবে এদিন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের মন্তব্যের পর সূর্য কুমার যাদবের ব্যাটিং পজিশন সম্পর্কে ধারণা করতে পারছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

রাহুল দ্রাবির এদিন বলেন, সূর্য কুমার যাদব অত্যন্ত প্রতিভাবান একজন ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে একাধিক শর্ট উদ্ভাবন করেছেন তিনি। কম বলে অধিক রানের প্রয়োজন হলে তার চেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান খুব কম দলের কাছেই রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের প্রথম দুটি ম্যাচে ৫০ এবং ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ফলে বিশ্বকাপে জাতীয় দলে প্রবেশের জোর দাবিদার হয়ে উঠেছেন তিনি। দলের ফিনিশার হিসেবে অবশ্যই সূর্য কুমার যাদব কার্যকরী প্রমাণ হবে বলে আমি মনে করি।

Related Articles

Back to top button